রিয়াজউদ্দিন আহম্মদ মাশহাদী

দেশ বিখ্যাত আলেম, সুপন্ডিত ও লেখক

রিয়াজউদ্দিন আহম্মদ মাশহাদী দেশ বিখ্যাত আলেম, সুপন্ডিত ও লেখক ছিলেন। তার ছদ্মনাম ফকির আবদুল্লাহ বিন ইসমাইল।[১]

রিয়াজউদ্দিন আহম্মদ মাশহাদী
জন্ম১৮৫৯
চারান, কালিহাতি
মৃত্যু১৯১৮
পেশাআলেম ও লেখক
জাতীয়তাব্রিটিশ ভারতীয় (অধুনা: বাংলাদেশী)
নাগরিকত্ব ব্রিটিশ ভারত

জন্ম সম্পাদনা

রিয়াজউদ্দিন আহম্মদ মাশহাদী ১৮৫৯ সালে কালিহাতি উপজেলার চা্রান গরামে জন্মগ্রহণ করেন।

কর্মজীবন সম্পাদনা

কলিকাতায় আলীয়া মাদ্রাসার বাংলা ও সংস্কৃতের অধ্যাপক ছিলেন এর পর দেলদুয়ার জমিদার গজনবী পরিবারের ম্যানেজারের পদে কর্মরত ছিলেন তিনি।

প্রকাশিত গ্রন্থ সম্পাদনা

  1. সমাজ সংস্কারক,
  2. অগ্নিকুক্কুট
  3. সুরিয়া বিজয় ইত্যাদি।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "প্রখ্যাত ব্যক্তিত্ব"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২২ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৯