রিচার্ড হাউটন (মৃত্যু ১৪২২)
রিচার্ড হগটন বা হাউটন (সি. ১৩২২ - সি. ১৪২২) একজন ইংরেজ নাইট এবং ১৩৮৩ সালের ফেব্রুয়ারিতে এবং আবার ১৪০২ সালে ল্যাঙ্কাশায়ারের সংসদ সদস্য ছিলেন।[১]
তিনি ১৩৯৯-১৪০০ সাল পর্যন্ত ল্যাঙ্কাশায়ারের উচ্চ শেরিফ হিসেবে দায়িত্ব পালন করেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Hoghton, Sir Richard (c.1342-c.1422), of Hoghton, Lancs."। History of Parliament। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮।