রিক খ্বন হচ্ছে আহোমদের আয়োজন করা আহোম ধর্মেরধর্মীয় অনুষ্ঠান। এতে খ্বন নামের বিশেষ শক্তি (সাধারণত দীর্ঘ আয়ুর বলে ধরা হয়) স্মরণ করা হয় যা চীন, শান,থাইল্যান্ড এবং লাওসের তাই দের মধ্যেও দেখা যায়।[১] নতুনভাবে চাওফার আসন লাভ করার সময়ে বা যুদ্ধে জয়লাভ করার পরে অথবা কোনো অমঙ্গলের থেকে হাত থেকে দীর্ঘ জীবন লাভের কামনা করে এই উৎসব করা হত।[২]

রিক খ্বন
আনুষ্ঠানিক নামরিক খ্বন
পালনকারীআহোম,লাও,তাই , থাই
তাৎপর্যআহোম পরম্পরা

নিয়মাবলী সম্পাদনা

একটি সুসজ্জিত চাঙের ওপর চাওফা বসে থাকেন। ম'লৌঙ রা মন্ত্রপুত জল রাজার মাথায় ঢালি দেন। চাঙর নিচে দুজন মানুষ বসে থাকে।[২] রাজার মাথায় ঢালা জল রাজার গা দিয়ে বয়ে গিয়ে সিহঁতর মাথায় পড়ে। স্নানের শেষে রাজার সাজ বদলে নতুন সাজ দেয়া হয়। সিহঁতকে পরিমিত সোনা এবং পরিমিত রূপা দিয়ে রাজ্য-এর বাহির করে দেয়া হয়। মানুষের বিশ্বাস যে সিহঁত রাজা এবং জনতাের অমঙ্গল নেওচি নিয়ে যায়। সেই কারণে তাঁদের নেওচা যাওয়া বলে।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. অবৌরঞ্জীক,নগেন হাজরিকা পৃষ্ঠা ৫১৬
  2. ভূপেন্দ্র নাথ চৌধুরী (১৯৯৫)। সোনার আসাম। খগেন্দ্রনারায়ণ দত্তবরুয়া, লয়ার্স বুক স্টল। পৃষ্ঠা ৫২।