রিকার্ডো টোরেস ওরিজেল
রিকার্ডো টোরেস ওরিজেল (৮ সেপ্টেম্বর ১৯৫৬ - ২৪ এপ্রিল ২০১৬) একজন মেক্সিকান রাজনীতিবিদ ছিলেন। তিনি ন্যাশনাল অ্যাকশন পার্টির সাথে জড়িত ছিলেন। ২০১৩ সাল হতে তিনি গুয়ানাহুয়াতোর প্রতিনিধি হিসেবে মেক্সিকো কংগ্রেসের ৬০তম এবং ৬১তম আইনসভার সিনেটর হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ৫৮তম আইনসভার নিম্নকক্ষ কামারা দে ডিপুতাদোজ(অনুঃ উপনেতাদের কক্ষ)-এ একজন উপনেতা হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।[১]
রিকার্ডো টোরেস ওরিজেল | |
---|---|
জন্ম | রিকার্ডো টোরেস ওরিজেল ৮ সেপ্টেম্বর ১৯৫৬ |
মৃত্যু | ২৪ এপ্রিল ২০১৬ | (বয়স ৫৯)
পেশা | রাজনীতিবিদ, অধ্যাপনা |
রাজনৈতিক দল | ন্যাশনাল অ্যাকশন পার্টি |
রাজনৈতিক কর্মযজ্ঞ
সম্পাদনাতিনি ২০০৩ সালের মার্চ থেকে ২০০৪ সালের আগস্ট পর্যন্ত ফেডারেল স্কুল নির্মাণ কর্মসূচী (সিএপিএফসিই)-এর প্রশাসনিক কমিটির সাধারণ পরিচালক ছিলেন। তিনি ২০০৬ সালের ২ জুলাইয়ে রাষ্ট্রপতি নির্বাচনের গণসংযোগে গুয়ানাহুয়াতো রাজ্য সমন্বয়কারী ছিলেন। তিনি গুয়ানাজুয়াতোয় ন্যাশনাল অ্যাকশনের একজন স্টেট কাউন্সিলর এবং ন্যাশনাল অ্যাকশন পার্টির অর্ডার কমিশনের সভাপতি ছিলেন।[১]
মৃত্যু
সম্পাদনা২০১৬ সালের ২৪ এপ্রিল গুয়ানাহুয়াতো সাইকেল চালানোর সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে তিনি মৃত্যুবরণ করেন।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Perfil del legislador"। Legislative Information System। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৩।
- ↑ "Muere diputado panista mientras paseaba en bicicleta"। www.proceso.com.mx (spanish ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৮।