রালফ টি. এইচ. গ্রিফিথ

রালফ টমাস হচকিন গ্রিফিথ (ইংরেজি: Ralph Thomas Hotchkin Griffith; ১৮২৬–১৯০৬) ছিলেন একজন ইংরেজ ভারততত্ত্ববিদ, ইন্ডিয়ান এডুকেশন সার্ভিসের প্রাক্তন সদস্য তথা বেদ ইংরেজিতে অনুবাদকারী প্রথম ইউরোপীয়দের অন্যতম। তিনি যুক্তরাজ্যে (অক্সফোর্ড) ও ভারতে (বারাণসীনীলগিরি) বাস করেছেন।[১]

১৮২৬ সালের ২৫ মে উইল্টশায়ারের কোর্সলিতে গ্রিফিথের জন্ম।[২] রেভারেন্ট আর. সি. গ্রিফিথের (চ্যাপলেইন টু দ্য মার্কুইস অফ বাথ, ১৮৩০) পুত্র[৩] রালফ গ্রিফিথ ছিলেন কুইন'স কলেজের স্নাতক। তিনি বিভিন্ন সংস্কৃত গ্রন্থ ইংরেজিতে অনুবাদ করেছিলেন। অবসর গ্রহণের পর অবশিষ্ট জীবন তিনি দক্ষিণ ভারতের কোটাগিরি শহরে অতিবাহিত করেন বেদ অধ্যয়ন ও অনুবাদের কাজ নিয়ে। সেখানেই ১৯০৬ সালের ৭ নভেম্বর তাঁর মৃত্যু হয়।[২]

অনুবাদকর্ম সম্পাদনা

গ্রিফিথ অনূদিত সংস্কৃত গ্রন্থাবলি ইন্টারনেটে সুলভ:

তথ্যসূত্র সম্পাদনা

  1. Griffith, Ralph Thomas Hotchkin (১১ এপ্রিল ১৮৯৬)। The Hymns of the Rig Veda (পিডিএফ)। Kotagiri Nilgiri। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৯ 
  2. Macdonell 1912
  3. Buckland, C.E. (১৯৬৮)। "Rev. R. C. Griffith"Dictionary of Indian Biography। New York: Haskell House। পৃষ্ঠা 181। GGKEY:BDL52T227UN। 

গ্রন্থপঞ্জি সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা