রায়ানাহ বার্নাবি

প্রথম সৌদি নারী নভোচারী

রায়ানাহ বার্নাবি সৌদি আরবের প্রথম নারী নভোচারী।[১] তিনি একজন জৈবচিকিৎসা গবেষক।[২]

রায়ানাহ বার্নাবি
২০২৩ সালে রায়ানাহ বার্নাবি
জন্ম১৯৯০ (বয়স ৩৩–৩৪)
অবস্থাসক্রিয়
মাতৃশিক্ষায়তনওটাগো বিশ্ববিদ্যালয়
আল ফয়সাল বিশ্ববিদ্যালয়
মহাকাশযাত্রা
মনোনয়ক২০২৩

বার্নাবি নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয় থেকে বায়োমেডিকেল সায়েন্সে স্নাতক এবং আল ফয়সাল বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ক্যান্সার স্টেম সেল গবেষণায় তার প্রায় এক দশক কাজ করার অভিজ্ঞতা রয়েছে।[৩]

সৌদি আরবের ভিশন-২০৩০ পূরণের জন্য দেশটি এএক্স টু মহাকাশ মিশনে যোগ দেয়।[৪] রায়ানাহ বার্নাবি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মিশনে সৌদি পুরুষ নভোচারী আলি আল-কারনির সঙ্গে যোগ দেন।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "প্রথম সৌদি নারী নভোচারী রায়ানাহ বার্নাবি"নয়া দিগন্ত। ১৩ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২৩ 
  2. "Rayyanah Barnawi: Saudi Arabia to send its first woman astronaut into space"The Independent (ইংরেজি ভাষায়)। ১৪ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২৩ 
  3. "সৌদি আরবের প্রথম নারী নভোচারী: কে এই রায়ানাহ বার্নাবি"দ্য ডেইলি স্টার। ১৫ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২৩ 
  4. "এ মাসেই অভিযানে যাচ্ছেন সৌদি আরবের প্রথম নারী নভোচারী"আরটিভি নিউজ। ১৫ মে ২০২৩। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২৩ 
  5. "সৌদি আরবের ইতিহাসে প্রথম নারী নভোচারী রায়ানাহ বার্নাবি"আমাদেরসময়.কম। ১৩ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২৩