রায়লসীমা পরিক্ষা সমিতি

রায়লসীমা পরিক্ষা সমিতি (আরপিএস) হল দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি আঞ্চলিক রাজনৈতিক দল যার মূল লক্ষ্য একটি নতুন রাজ্য রায়লসীমা গঠন করা। প্রাক্তন তেলেগু দেশম পার্টির নেতা বাইরেডি রাজশেখর রেড্ডি ২০১৩ সালে ৩০ জুলাই ২০১৩ তারিখে প্রাক-বিদ্যমান রাজ্য অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা রাজ্য তৈরি করার প্রস্তাব পাস করার পরে একটি পৃথক রায়লসিমা রাজ্যের কারণকে চ্যাম্পিয়ন করার জন্য দলটি প্রতিষ্ঠা করেছিলেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Kalavalapalli, Yogendra (৫ মার্চ ২০১৪)। "Now, trouble brews over capital for Seemandhra"Live Mint। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৪