রাম কিঙ্কর উপাধ্যায়

ভারতীয় শাস্ত্রের এক বিশিষ্ট পণ্ডিত এবং হিন্দি সাহিত্যের লেখক ও গল্পকার

পণ্ডিত রামকিঙ্কর উপাধ্যায় ( ১ নভেম্বর ১৯২৪ - ৯ আগস্ট ২০০২)[১] ছিলেন ভারতীয় শাস্ত্রের এক বিশিষ্ট পণ্ডিত এবং হিন্দি সাহিত্যের লেখক ও গল্পকার। তাঁকে যুগতুলসী পণ্ডিত শিরোনামে আখ্যায়িত করা হয়। সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে তার বিশেষ অবদানের জন্য ভারত সরকার ১৯৯৯ খ্রিস্টাব্দে পদ্মভূষণে ভূষিত করে। [২][৩]

রামকিঙ্কর উপাধ্যায়
স্থানীয় নাম
रामकिंकर उपाध्याय
জন্ম(১৯২৪-১১-০১)১ নভেম্বর ১৯২৪
জব্বলপুর মধ্যপ্রদেশ ব্রিটিশ ভারত
মৃত্যু৯ আগস্ট ২০০২(2002-08-09) (বয়স ৭৭)
পেশা   
ভাষাহিন্দি
জাতীয়তাভারতীয়
উল্লেখযোগ্য রচনাবলিমানস চরিতাবলী
শ্রীরামচরিত মানস
উল্লেখযোগ্য পুরস্কার পদ্মভূষণ (১৯৯৯)

সংক্ষিপ্ত জীবনী সম্পাদনা

রামকিঙ্কর উপাধ্যায়ের জন্ম ১৯২৪ খ্রিস্টাব্দের ১ নভেম্বর ব্রিটিশ ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের জব্বলপুরে। তার পূর্বপুরুষেরা অবশ্য উত্তরপ্রদেশের বারাইনি গ্রামের বাসিন্দা ছিলেন। জন্ম থেকেই রামকিঙ্কর অত্যন্ত মেধাবী ও শান্তপ্রকৃতির ছিলেন। পিতামাতার ধর্মীয় চিন্তা ও আচার-অনুষ্ঠান দ্বারা প্রভাবিত ছিলেন। তার শিক্ষা সম্পন্ন হয় জবলপুর ও কাশীতে। [১] তিনি উনিশ বৎসর বয়স থেকে লেখালেখি শুরু করেন এবং প্রায় ৯২টি গ্রন্থ রচনা করেন। তার বেশির ভাগ গ্রন্থই 'রামচরিতমানস' এবং 'রামকথা' সম্পর্কিত। উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল-

গ্রন্থসমূহ সম্পাদনা

  • মানস চরিতাবলী
  • মানস মুক্তাবলী
  • সুগ্রীব অউর বিভীষণ
  • ক্রোধ
  • বিজয়, বিবেক অউর বিভূতি
  • প্রেমমূর্তি ভারত
  • কৃপা
  • পরশুরাম সম্বাদ
  • লভগবান শ্রীরাম সত্য ঈয়া কল্পনা
  • নবধা ভক্তি
  • মানস প্রবচন

জীবনাবসান সম্পাদনা

যুগতুলসী পণ্ডিত রামকিঙ্কর উপাধ্যায় ২০০২ খ্রিস্টাব্দের ৯ আগস্ট ৭৮ বৎসর বয়সে প্রয়াত হন। [১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "रामकिंकर उपाध्याय - भारतकोष"। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২৮ 
  2. "Padma Awards" (পিডিএফ)। Ministry of Home Affairs, Government of India। ২০১৫। ১৫ অক্টোবর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৫ 
  3. "PM CONDOLES THE DEATH OF PT. RAMKINKAR UPADHYAYA"। Prime Minister's Office। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২০