রামোজি ফিল্ম সিটি

ভারতের চলচ্চিত্র নগরী

রামোজি ফিল্ম সিটি হল ভারতের তেলেঙ্গানা রাজ্যের একটি ফিল্ম সিটি। এটি ১৯৯৬ সালে হায়দ্রাবাদ শহর থেকে ২৫ কিলোমিটার দূরে নির্মাণ করা হয়। এই ফিল্ম সিটির আয়তন ১৬৬৬ একর বা ৬ বর্গকিলোমিটার এর বেশি। ২০১২ সালের ১৫ এপ্রিল এর আগে আয়তনের দিক দিয়ে এটিই ছিল বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটি। কিন্তু এখন ২৭০০ একরের প্রয়াগ ফিল্ম সিটি বিশ্বের সর্ববৃহৎ ফিল্ম সিটি। তবে রামোজি ফিল্ম সিটি এখনও স্টুডিও কমপ্লেক্স হিসাবে সর্বোবৃহত্ত।[] এই ফিল্ম সিটিতে প্রায় ১২০০ চলচ্চিত্র নির্মিত হয়েছে। এখানে হিন্দি, বাংলা, তামিল, তেলুগু, মালেয়ালম, কন্নর ভাষার চলচ্চিত্র ও বহু বিদেশি চলচ্চিত্র নির্মিত হয়েছে।

রামোজি ফিল্ম সিটি
ধরনবেসরকারি সংস্থা
শিল্পমোশান পিকচার
প্রতিষ্ঠাকাল১৯৯৬
সদরদপ্তরহায়দ্রাবাদ, ,
প্রধান ব্যক্তি
রামোজি রাও
মাতৃ-প্রতিষ্ঠানরামোজি গোষ্ঠি
ওয়েবসাইটwww.ramojifilmcity.com উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ব্যবস্থাপনা

সম্পাদনা

এই ফিল্ম সিটিতে মোট ৭,০০০ কর্মকর্তা-কর্মচারী রয়েছে। এখানে নির্মাণ করা হয়েছে কলকাতার গলি, চেন্নাই এর মহল্লা, দিল্লির পুরান বাজার, মুম্বাই এর বস্তি ইত্যাদি। এছাড়া বহু গুরুত্ব পূর্ন স্থাপনা এখানে তৈরি করা হয়েছে।রয়েছে স্টুডিও কমপ্লেক্স।[]

চিত্রশালা

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "পৃথিবীর সবচেয়ে বড় ফিল্ম সটুডিও"দৈনিক আজাদি। সংগ্রহের তারিখ ১৭-০৮-২০১৬  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "রামোজি ফিল্ম সিটি সপ্নলোকের চিত্রপুরী"সময়কাল। সংগ্রহের তারিখ ১৭-০৮-২০১৬  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]