রামলার চুক্তি

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

রামলার চুক্তি আরসুফের যুদ্ধের পর ১১৯২ সালের জুন মাসে সুলতান সালাহউদ্দিন ও রাজা প্রথম রিচার্ডের মধ্যে স্বাক্ষরিত হয়। চুক্তির শর্ত মোতাবেক জেরুজালেম মুসলিমদের নিয়ন্ত্রণে ছেড়ে দেয়া হয়। একইসাথে খ্রিষ্টান তীর্থযাত্রীদের জন্য শহর খোলা রাখার কথাও উল্লেখ করা হয়। চুক্তির ফলে ল্যাটিন রাজ্য টায়ার থেকে জাফা পর্যন্ত উপকূলীয় এলাকায় সীমাবদ্ধ হয়ে পড়ে। উভয় পক্ষ চুক্তিতে পুরোপুরি সন্তুষ্ট না হলেও এ ছাড়া অন্য উপায় ছিল না। এসব ক্রমাগত যুদ্ধের ফলে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। অন্যদিকে রাজা রিচার্ড‌ নিজ দেশে তার ক্ষমতার প্রতি হুমকির কারণে উদ্বিগ্ন ছিলেন।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা