রামপ্রাণ গুপ্ত

বাঙালি ঐতিহাসিক, লেখক

রামপ্রাণ গুপ্ত (১৯ ফেব্রুয়ারি ১৮৬৯ — ১৯২৭) একজন বাঙালি লেখক, সমাজসেবী ও ঐতিহাসিক। তিনি প্রথম হিন্দু লেখক যিনি বাংলা ভাষায় হজরত মোহাম্মদ এর জীবনী রচনা করেন।[১]

প্রারম্ভিক জীবন সম্পাদনা

রামপ্রাণ গুপ্ত টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার কেদারপুর গ্রামে জন্মগ্রহণ করেন। গ্রামের পাঠশালায় প্রাথমিক শিক্ষার পর তিনি দিনাজপুর জেলা স্কুল, সাঁকরাইল স্কুল এবং কলকাতার রিপন কলেজিয়েট স্কুলে পড়াশোনা সম্পন্ন করেন। ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ায় প্রবেশিকা পরীক্ষায় অকৃতকার্য হয়ে তিনি পড়াশোনা ত্যাগ করেন ও দিনাজপুর জেলা কালেক্টরেট অফিসে শিক্ষানবিশি হিসেবে কাজ শুরু করেন। সেখানে কেরানি ও সহকারী হিসাবরক্ষক পদে চাকরি করার পর ১৯০৩ সালে টাঙ্গাইল মহকুমার ইন্ডিপেন্ডেন্ট বেঞ্চে অবৈতনিক ম্যাজিস্ট্রেট ও ১৯২১-২২ সালে ময়মনিসংহ জেলার উপ-কারাগারের বেসরকারি পরিদর্শক, লোকাল বোর্ডের সদস্য হন। তিনি টাঙ্গাইল হিন্দুসভার অন্যতম সংগঠক ছিলেন।[২] তিনি ছিলেন একজন সমাজসেবী। টাঙ্গাইল শহরে থাকাকালে নিজ বাসভবনে এক মূল্যবান গ্রন্থশালা গড়ে তোলেন। রামপ্রাণ বঙ্গভঙ্গ আন্দোলনেও প্রথম থেকে যুক্ত ছিলেন। জাতিভেদ প্রথা, হরিজনদের প্রতি নিগ্রহ ইত্যাদি নিবারণে সচেষ্ট ছিলেন বিশেষভাবে। তিনি বিধবা বিবাহ আন্দোলনে সহযোগিতা করেছেন। বিদেশী পণ্য বর্জন আন্দোলনের অন্যতম নেতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জনসভায় স্থানীয় বিন্দুবাসিনী স্কুলের ছাত্ররা যোগ দিলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। এর প্রতিবাদে রামপ্রাণের উদ্যোগে টাঙ্গাইল শহরে প্রতিষ্ঠিত হয় ইউনিয়ন স্কুল।[১]

সাহিত্য সম্পাদনা

রামপ্রাণ গুপ্ত ১৯১৮ সালের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত বঙ্গীয় সাহিত্য সম্মেলনের ইতিহাস শাখায় সভাপতিত্ব করেন। তিনি ছিলেন বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকার নিয়মিত লেখক। সুকথা, সাহিত্য, ভারতী, প্রবাসী, আরতি, নবনূর ইত্যাদি পত্রিকায় তাঁর বহু নিবন্ধ প্রকাশিত হয়। তার উল্লেখযোগ্য বইগুলির মধ্যে রয়েছে হজরত মোহাম্মদ, মোগলবংশ, রিয়াজ-উস সালাতিন,পাঠান রাজবৃত্ত, প্রাচীন ভারত, ভারত ললনা, ইসলাম কাহিনী, ঐতিহাসিক সন্দর্ভ, ভারতবর্ষের ইতিহাস, প্রাচীন রাজমালা, চেঙ্গিস খাঁ, ব্রতমালা ইত্যাদি।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "দৈনিক জনকন্ঠ || নিভৃত জীবনের সাধক ॥ ঐতিহাসিক রামপ্রাণ গুপ্ত"দৈনিক জনকন্ঠ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২১ 
  2. "গুপ্ত, রামপ্রাণ - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২১ 
  3. "রামপ্রাণ গুপ্ত - উইকিসংকলন একটি মুক্ত পাঠাগার"bn.wikisource.org। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২১