রামকৃষ্ণ মিশন আশ্রম, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রম[] ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান যা রামকৃষ্ণ মিশন (প্রচলিত নাম বেলুড় মঠ) নামে খ্যাত তার একটি একটি শাখাকেন্দ্র বাংলাদেশের রাজধানী ঢাকাতে অবস্থিত রামকৃষ্ণ মঠ ও মিশন। বাংলাদেশে রামকৃষ্ণ মিশনের প্রধাণ কেন্দ্রও ঢাকার এই মঠটি। ১৮৯৯ সালে স্বয়ং স্বামী বিবেকানন্দ তাঁর দু'জন শিষ্য স্বামী বিরজানন্দ ও স্বামী প্রকাশনন্দকে ঢাকায় প্রেরণ করেন পূর্ববঙ্গে রামকৃষ্ণ ভাবধারা প্রচার করার উদ্দেশ্যে। ১৯১৪ সালের অক্টোবর মাসে বেলুড় মঠ কর্তৃক ঢাকা রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশন ও আশ্রম হিসেবে স্বীকৃতি লাভ করে। বর্তমানে এই মঠটি বাংলাদেশস্থ রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয়। দিনে দিনে বাংলাদেশে রামকৃষ্ণ মিশনের আরো শাখা প্রসার হয়। ১৯০৪ সালে বরিশালে ও ১৯০৯ সালে নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশন ও আশ্রম প্রতিষ্ঠিত হয়।[]

শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Times, Narayanganj। "নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন আশ্রমের মানববন্ধন"নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১৯ 
  2. বাবু, নিতাই। "নারায়ণগঞ্জ 'রামকৃষ্ণ মিশনে' শ্রীরামকৃষ্ণদেবের ১৮২তম জন্মতিথি ও বার্ষিক উৎসবের আয়োজন"bdnews24। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১৯