রাণীর হাট ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচ বিহার জেলার একটি ছোট শহর।

রাণীর হাট
স্থানাঙ্ক: ২৬°৩৮′২১″ উত্তর ৮৮°৫৪′৩৪″ পূর্ব / ২৬.৬৩৯১° উত্তর ৮৮.৯০৯৪৫° পূর্ব / 26.6391; 88.90945
সরকার
 • প্রধানশুক্লা রায় (অধিকারী)
ওয়েবসাইটcoochbehar.nic.in

ভূগোল গুগল সম্পাদনা

সমগ্র রাণীর হাট অঞ্চলটি উত্তরবঙ্গ সমভূমির অন্তর্গত। জেলার প্রধান নদনদীগুলি দক্ষিণ-পূর্বাঞ্চলের সামান্য ঢাল বরাবর প্রবাহিত হয়েছে। এখানকার ভূভাগ প্রায় সমতল। এই অঞ্চলটি কোনো পাহাড় বা পর্বত নদী নেই।

জনসংখ্যার উৎপাত্ত সম্পাদনা

ভারতের ২০০১ সালের আদম শুমারি অনুসারে রানীর হাট শহরের জনসংখ্যা হল ৭,০৮৬ জন এর মধ্যে পুরুষ ৫১% এবং নারী ৪৯%।

এখানে সাক্ষরতার হার ৭৫%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮০% এবং নারীদের মধ্যে এই হার ৭০%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে রাণীর হাট এর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ১১% হল ৬ বছর বা তার কম বয়সী।

শিক্ষাব্যবস্থা সম্পাদনা

সমগ্র রাণীরহাট অঞ্চলটি দুটি উচ্চতর, একটি বালিকা বিদ্যালয় এবং ৮টি প্রাথমিক বিদ্যালয় বিশিষ্ট।

  • আলোক ঝাড়ি হাই স্কুল
  • লমারি হাই স্কুল
  • রানীরহাট জুনিয়ার গার্লস স্কুল

তথ্যসূত্র সম্পাদনা