রাজেন্দ্র প্রকাশ সিং

ভারতীয় রাজনীতিবিদ

রাজেন্দ্র প্রকাশ সিং (আনু. ১৯৪৫ – ৫ ফেব্রুয়ারি ২০২০) ভারতের মধ্যপ্রদেশের একজন চিকিৎসক ও রাজনীতিবিদ ছিলেন যিনি ভারতীয় জনতা পার্টির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি মধ্যপ্রদেশ বিধানসভার বিধায়ক ছিলেন। এছাড়া, মধ্যপ্রদেশ সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

রাজেন্দ্র প্রকাশ সিং
মধ্যপ্রদেশ বিধানসভা
কাজের মেয়াদ
১৯৯০ – ১৯৯৮
পূর্বসূরীআসন প্রতিষ্ঠিত
উত্তরসূরীআসন অবলুপ্ত
সংসদীয় এলাকারৌন
ব্যক্তিগত বিবরণ
জন্মআনু. ১৯৪৫
মৃত্যু৫ ফেব্রুয়ারি ২০২০ (বয়স ৭৫)
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি

জীবনী সম্পাদনা

রাজেন্দ্র প্রকাশ সিং ১৯৯০ সালে রৌন থেকে মধ্যপ্রদেশ বিধানসভার বিধায়ক হিসেবে নির্বাচিত হন।[১] পরবর্তীতে, তিনি সুন্দরলাল পাটোয়ার মন্ত্রীসভায় স্বাস্থ্য ও সাধারণ প্রশাসন বিভাগের মন্ত্রী হিসেবে নিযুক্ত হন।[২] তিনি ১৯৯৮ সালেও রৌন বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[৩]

রাজেন্দ্র প্রকাশ সিং ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হন।[২][৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Madhya Pradesh Assembly Election Results in 1990"www.elections.in। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "MP: Former minister Rajendra Prakash Singh dies"Business Standard। ৬ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২০ 
  3. "Madhya Pradesh Assembly Election Results in 1993"www.elections.in। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২০ 
  4. "मध्यप्रदेश के पूर्व मंत्री डॉ. राजेन्द्र प्रकाश सिंह का निधन"Navbharat Times (হিন্দি ভাষায়)। ৬ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২০