রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়

রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় (ইংরেজি: Gauripur Rajendra Kishore Government High School) বাংলাদেশের ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার অন্যতম প্রাচীন একটি শিক্ষা প্রতিষ্ঠান। এটি একশত বছরেরও অধিক বছর পূর্বে ১৯১১ সালে রাজা ব্রজেন্দ্র কিশোর কর্তৃক তার পিতা রাজেন্দ্র কিশোরের নামে প্রতিষ্ঠিত হয়।[][]

এটি "গৌরীপুর আর কে সরকারি উচ্চ বিদ্যালয়"Gouripur R.K. Govt. High School" নামে সর্বাধিক পরিচিত।

এই বিদ্যালয়ের সামনে রয়েছে একটি দৃষ্টি নন্দন পুকুর।পুকুরটি অত্যন্ত বিশাল।এই পুকুরের নাম অনন্ত সাগর।


প্রাতিষ্ঠানিক ব্যবস্থা

সম্পাদনা

গৌরীপুর উপজেলার বর্তমান পৌর এলাকায় ১৯১১ সালে থেকে স্কুলে শিক্ষাদান কর্মসূচী গ্রহণ করা হয়ে আসছে। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা অধিবেশনের কার্য্যক্রম চালু থাকে। এটি বালক বিদ্যালয় । এই বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত প্রতি শ্রেণীতে দুটি করে শাখা রয়েছে। শিক্ষকদের তত্ত্বাবধানে উচ্চমানের শিক্ষা প্রদানকারী প্রাচীন বিদ্যালয়গুলির মধ্যে এটি একটি। পাশাপাশি, সরকারী বিদ্যালয় হওয়ায় লেখাপড়ার খরচও এখানে নিতান্ত কম।

  1. "গৌরীপুর আর কে সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি"। ৬ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৫ 
  2. আর কে স্কুলের শতবর্ষপূর্তি

বহিঃসংযোগ

সম্পাদনা