রাজীব ভট্টাচার্য

প্রয়াত ভারতীয় অসামরিক বাঙালী পর্বতারোহী

রাজীব ভট্টাচার্য একজন ভারতীয় বাঙ্গালি পর্বতারোহী। ইনি এভারেস্ট পর্বতশৃঙ্গ আরোহণকারী অসামরিক ভারতীয় বাঙ্গালি[২][৩] এবং এভারেস্ট পর্বতশৃঙ্গ ছাড়াও আরও দুটি আট হাজারী পর্বতশৃঙ্গ সফল ভাবে আরোহণ করেন।

রাজীব ভট্টাচার্য
জন্ম (1973-10-08) ৮ অক্টোবর ১৯৭৩ (বয়স ৫০)
মৃত্যু১৯ মে ২০১৬ [১]
জাতীয়তা ভারত
নাগরিকত্বভারত
পরিচিতির কারণমাউন্ট এভারেস্টে আরোহণকারী অসামরিক ভারতীয় বাঙ্গালি
পিতা-মাতাস্বর্গীয় ভোলানাথ ভট্টাচার্য
সাধনা ভট্টাচার্য

শৈশব ও কৈশোর সম্পাদনা

শিক্ষাগত যোগ্যতা সম্পাদনা

রাজীব ভট্টাচার্য বরানগর বিদ্যামন্দির বিদ্যালয় থেকে ১৯৯০ সালে দশম ক্লাস(মাধ্যমিক) পাশ করেন। তারপর তিনি ওই বিদ্যালয় থেকে দুই বছর পর ১৯৯২ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন।

কর্মজীবন সম্পাদনা

পর্বতারোহনের অভিজ্ঞতা সম্পাদনা

পর্বতারোহনের প্রশিক্ষণ সম্পাদনা

বিভিন্ন পর্বতারোহনে সাফল্য সম্পাদনা

আট হাজারী পর্বতশৃঙ্গে সাফল্য সম্পাদনা

পর্বতশৃঙ্গে নাম উচ্চতা (মিটার) অবস্থান উচ্চতা অনুযায়ী পর্বতশৃঙ্গ, পৃথিবীতে স্থান রুট অথবা দিক সাফল্য লাভের তারিখ সাফল্য লাভের সময়
মাউন্ট এভারেস্ট ৮৮৪৮   নেপাল/
  চীন
প্রথম সাউথ কল[৪] ২১শে মে, ২০১১
মাউন্ট লোৎসে ৮৫১৮   নেপাল/
  চীন
চতুর্থ পশ্চিম মুখ ২৫শে মে, ২০১২[৫]
মাউন্ট কাঞ্চনজঙ্ঘা ৮৫৮৬   নেপাল/
  ভারত
তৃতীয় দক্ষিণ-পশ্চিম মুখ বা ইয়ালুং ফেস ১৮ই মে, ২০১৪

সদস্যপদ সম্পাদনা

পুরস্কার সম্পাদনা

  • পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে রাধানাথ শিকদার-তেনজিং নোরগে অ্যাডভেঞ্চার পুরস্কার ২০১৩ সালে।

চিত্রশালা সম্পাদনা

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "The Himalayan TimesIndian climber Rajib Bhattacharya dies on Mt Dhaulagiri May 19, 2016 10:08 pm" 
  2. "Times Of India Duo does Bengal proud, scales Everest May 22, 2011, 01:20am" 
  3. "The Hindu Two Bengal mountaineers aim for Everest May 19, 2011" 
  4. ঘোষ, দীপঙ্কর (২০১২)। এভারেস্ট-স্বপ্ন যখন বাস্তব। কলকাতা: রূপালী পাবলিকেশন। আইএসবিএন 978-93-8166-902-0 
  5. ঘোষ, দীপঙ্কর (২০১৩)। লোৎসে-শীর্ষারোহীর চোখে। কলকাতা: রূপালী পাবলিকেশন। আইএসবিএন 978-93-8166-916-7 
  6. "WB Mountaineering & Adventure Sports Foundation, Department of Youth Services, Government of West Bengal Name, Address & Description of the Members of the Governing Body"। ৬ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৫ 

বহিঃসংযোগ সম্পাদনা