রাজশ্রী রানী

ভারতীয় অভিনেত্রী

রাজশ্রী রানী একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী। তিনি সুহানি সি এক লাডকি ধারাবাহিকে সুহানি বিরলার চরিত্রে অভিনয় করার জন্যে পরিচিত, যেটি স্টার প্লাস চ্যানেলে পরিবেশিত হতো। এছাড়াও তিনি রূপ রওনক রাজপুত চরিত্রে অভিনয় করেন নমক ইসক কা ধারাবাহিকে।[][][][][]

রাজশ্রী রানী
জন্ম (1987-12-08) ৮ ডিসেম্বর ১৯৮৭ (বয়স ৩৬)
জাতীয়তাভারতীয়
অন্যান্য নামসুহানি
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০১২-বর্তমান
পরিচিতির কারণসুহানি সি এক লডকি
দাম্পত্য সঙ্গীগৌরব মুকেশ জৈন(বি.২০২০)

অভিনয় জীবন

সম্পাদনা

রানী ২০১২ সালে মধুবালা - ইসক এক জুনুন ধারাবীকে দ্রাষ্ঠী ধামি এবং সাবধান ইন্ডিয়া যে গৌরী চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে আসেন। ২০১৩ সালে তিনি সাবধান ইন্ডিয়ার আর একটা চরিত্রে অভিনয় করেন। ২০১৪ সালে তিনি অতিথি অভিনেতা হিসেবে হন্টেড নইটস এবং সিআইডি তে অভিনয় করেন। ২০১৪ সালের জুন মাসে তিনি সুহানি সি এক লাডকি ধারাবাহিকে সুহানি চরিত্রে অভিনয়ের সুযোগ পান। ২০১৮ সালের এপ্রিল মাসে তিনি স্টার প্লাস চ্যানেলে ইক্যাবন ধারাবাহিকে সারথি মিস্রা চরিত্রে অভিনয়ের সুযোগ পান। ইয়ে যাদু হ্যায় জিন কা-তে সংক্ষিপ্ত ভূমিকাতে অভিনয়ের পরে বর্তমানে তাকে কলার্স টিভিতে নামক ইস্ক কা-তে রূপা রাজপুতের চরিত্রে দেখা যাবে।

ধারাবাহিক

সম্পাদনা
  • মধুবালা এক ইসক কা জুনুন
  • এক কিরণ রোশনি কি
  • সাবধান ইন্ডিয়া
  • হন্টেড নইটস
  • সিআইডি
  • সুহানি সি এক লাডকি

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Team, Tellychakkar। "Rajshri Rani"Tellychakkar.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৮ 
  2. "Rajshri more confident after lead role in TV show"Zee News (ইংরেজি ভাষায়)। ২০১৪-০৬-১১। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৮ 
  3. Team, Tellychakkar। "Rajshri Rani in Life OK's Savdhan India"Tellychakkar.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৮ 
  4. Team, Tellychakkar। "Rajshri Rani to battle it out to get justice for her husband in Savdhan India"Tellychakkar.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৮ 
  5. "My character is in 'Suhani Si Ek Ladki' is unlike other TV protagonists: Rajshri"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০১৪-০৬-০৯। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা