রাজকুমার দোরেন্দ্র সিংহ
ভারতীয় রাজনীতিবিদ
রাজকুমার দোরেন্দ্র সিংহ, আর কে দোরেন্দ্র সিং নামেও পরিচিত (৩০ সেপ্টেম্বর ১৯৩৪ - ৩০ মার্চ ২০১৮) ছিলেন একজন প্রবীণ ভারতীয় রাজনীতিবিদ এবং মণিপুর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। [১] অতীতে তিনি বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস (আইএনসি), ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং এর আগে আরও কয়েকটি দলের সদস্য ছিলেন। তিনি মণিপুরের মুখ্যমন্ত্রী ছিলেন, ৬ ডিসেম্বর ১৯৭৪ থেকে ১৬ মে ১৯৭৭ পর্যন্ত , আবার ১৪ জানুয়ারী ১৯৮০ থেকে ২৭ নভেম্বর ১৯৮০ এবং ৮ এপ্রিল ১৯৯২ থেকে ১১ এপ্রিল ১৯৯৩ পর্যন্ত।
তিনি মণিপুর থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন এবং ২০ সেপ্টেম্বর ১৯৮৮ থেকে ১২ মার্চ ১৯৯৯ অবধি দায়িত্ব পালন করেছিলেন। [২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Chaube, Shibani Kinkar (১৯৮৫)। Electoral politics in northeast India। Universities Press। পৃষ্ঠা 107। আইএসবিএন 978-0-86131-470-6।
- ↑ "List of Rajya Sabha members Since 1952"। ১৪ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২১।
বহিঃসংযোগ
সম্পাদনাভারতীয় রাজনীতিবিদ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |