রাজকুমার দোরেন্দ্র সিংহ

ভারতীয় রাজনীতিবিদ

রাজকুমার দোরেন্দ্র সিংহ, আর কে দোরেন্দ্র সিং নামেও পরিচিত (৩০ সেপ্টেম্বর ১৯৩৪ - ৩০ মার্চ ২০১৮) ছিলেন একজন প্রবীণ ভারতীয় রাজনীতিবিদ এবং মণিপুর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। [১] অতীতে তিনি বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস (আইএনসি), ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং এর আগে আরও কয়েকটি দলের সদস্য ছিলেন। তিনি মণিপুরের মুখ্যমন্ত্রী ছিলেন, ৬ ডিসেম্বর ১৯৭৪ থেকে ১৬ মে ১৯৭৭ পর্যন্ত , আবার ১৪ জানুয়ারী ১৯৮০ থেকে ২৭ নভেম্বর ১৯৮০ এবং ৮ এপ্রিল ১৯৯২ থেকে ১১ এপ্রিল ১৯৯৩ পর্যন্ত।

তিনি মণিপুর থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন এবং ২০ সেপ্টেম্বর ১৯৮৮ থেকে ১২ মার্চ ১৯৯৯ অবধি দায়িত্ব পালন করেছিলেন। [২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Chaube, Shibani Kinkar (১৯৮৫)। Electoral politics in northeast India। Universities Press। পৃষ্ঠা 107। আইএসবিএন 978-0-86131-470-6 
  2. "List of Rajya Sabha members Since 1952"। ১৪ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা