রাঘিস্তান জেলা

আফগানিস্তানের জেলা

রাঘিস্তান জেলা (ফার্সি: شهرستان راغستان) পূর্ব আফগানিস্তানের বাদাখশন প্রদেশের ২৮ টি জেলার মধ্যে অন্যতম একটি জেলা। প্রদেশটি উত্তর-পশ্চিম অঞ্চলের অংশ নিয়ে গঠিত হয়েছে এবং এখানকার জনসংখ্যার প্রায় ৩৭,৩০০ জনের মত বাসিন্দাদের বসতভিটা রয়েছে। জেলাটির রাজধানী শহর হচ্ছে জিরাকি।

রাঘিস্তান জেলা
شهرستان راغستان
স্থানাঙ্ক: ৩৭°৩৯′৫৪″ উত্তর ৭০°৩৯′২৮″ পূর্ব / ৩৭.৬৬৫০০° উত্তর ৭০.৬৫৭৭৮° পূর্ব / 37.66500; 70.65778
lদেশ আফগানিস্তান
প্রদেশবাদাখশন
এলাকারাঘ
রাজধানীজিরাকি
জনসংখ্যা (2012)
 • মোট৩৭,৮০০
সময় অঞ্চল+৪:৩০

২০০৫ সাল থেকে রাঘিস্তানকে তিনটি জেলায় বিভক্ত করা হয়ঃ রাঘিস্তান, যয়ন ও কোহিস্তান।

বহিঃসংযোগ সম্পাদনা