রাগ আলাহিয়া-বিলাবল

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি রাগ

রাগ : আলাহিয়া বিলাবল

ঠাট: বিলাবল।

আরোহণ : সা রে গ রে, গ প, ধ নি র্সা অবরোহণ : র্সা নি ধ প ধ নি ধ প ম গ ম রে সা

জাতি : বক্র সম্পূর্ণ। বাদী স্বর: ধ। সমবাদী স্বর: গ। অঙ্গ : উত্তরাঙ্গ। পরিবেশনন সময় : দিবা প্রথম প্রহর অর্থাৎ সকাল ৬টা হতে ৯ টা। (মতান্তর এ দিবা দ্বিতীয় প্রহর)। প্রকৃতি : শান্ত পকড় : গরে গপ, ধ, নি র্সা। ন্যাস স্বর: রে,গা,প,ধ।

বিশেষত্ব : ইহা বিলাবল এর সাথ সামঞ্জস্য পূর্ণ রাগ। তবে অবরোহ গতি তে অল্প পরিমাণ এ কোমল নিষাদ প্রয়োগ করা হয়। এতে নি ও গ স্বর দ্বয় বক্র গতিতে ব্যবহার হয়।

( তথ্যসূত্র :- সংগীত তত্ত্ব (প্রথম খন্ড)

                  দেবব্রত দত্ত।)