রাউল গোমেজ র‍্যামিরেজ

মেক্সিকীয় রাজনীতিবিদ

রাউল গোমেজ র‍্যামিরেজ (২৯ মে ১৯৬৪ - ১০ ডিসেম্বর ২০১৪) মেক্সিকোর গুয়ানাহুয়াতো প্রদেশের ইউরিরিয়ায় জন্মগ্রুহণকারী রাজনীতিবিদ ছিলেন। তিনি মেক্সিকান কংগ্রেসের ৬২তম আইনসভায় নিম্নকক্ষ কামারা দে ডিপুতাদোজ (অনুঃ উপনেতাদের কক্ষ)-এ একজন উপনেতা হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং গুয়ানাহুয়াতোর দশম জেলা প্রতিনিধিত্ব করেছিলেন। [১] ২০১৪ সালের ১৬ নভেম্বর রাউল গুয়ানাহুয়াতোর সেলেয়ার কাছে একটি সড়ক দুর্ঘটনার মারাত্মকভাবে আহত হন।[২] ১০ ডিসেম্বর তিনি মারা যান।[৩]

রাউল গোমেজ র‍্যামিরেজ
জন্ম(১৯৬৪-০৫-২৯)২৯ মে ১৯৬৪
মৃত্যু১০ ডিসেম্বর ২০১৪(2014-12-10) (বয়স ৫০)
সেলায়া, গুয়ানাহুয়াতো, মেক্সিকো
পেশারাজনীতিবিদ
রাজনৈতিক দলন্যাশনাল অ্যাকশন পার্টি

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Perfil del legislador"। Legislative Information System। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৩ 
  2. Álvarez, Xochitl (১৬ নভেম্বর ২০১৪)। "Sufre panista Raúl Gómez Ramírez accidente en Celaya"। El Universal। ২ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৪ 
  3. Jiménez, Horacio (১১ ডিসেম্বর ২০১৪)। "Fallece diputado panista Raúl Gómez Ramírez"। El Universal। ১৩ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৪