রাইন-নেকার এস-বান
রাইন-নেকার এস-বান (জার্মান: S-Bahn RheinNeckar এস্বান্ রায়্ন্নেকা) জার্মানির রাইন-নেকার এলাকার পৌর রেল পরিবহন ব্যবস্থার মেরুদণ্ড, যা মানহাইম (Mannheim মান্হায়্ম্), হাইডেলবের্গ (Heidelberg হায়্ডেল্বেয়াক্) এবং লুডভিগ্সহাফেন (Ludwigshaven লুট্ভ়িক্স্হাফ়েন্) শহরগুলিকে সেবা প্রদান করছে।[১]
এই এস-বানটি রাইনলান্ড-প্ফাল্ৎস (Rheinland-Pfalz রায়্ন্লান্ট্ প্ফ়াল্ৎস্), বাডেন-ভুর্টেমবের্গ (Baden-Württemburg বাডেন্ ভ়্যুয়াটেম্বুয়াক্), জারলান্ড (Saarland জ়ালান্ট্), এবং হেসে (Hesse হেসে) অঙ্গরাজ্যের অংশবিশেষে প্রায় ২৯০ কিমি পথ জুড়ে অবস্থিত। ব্যবস্থাটিতে ৭৭টি স্টেশন আছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ *"রাইন-নেকার এস-বান ওয়েবসাইট" (German ভাষায়)। Deutsche Bahn। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১১।