রসুল বিজয়
রসুল বিজয় বলতে একাধিক কাব্যগ্রন্থে বুঝাতে পারে। সেগুলো হল:
- রসুল বিজয় (জৈনুদ্দীনের কাব্য) - কাব্যটি মধ্যযুগের কবি জৈনুদ্দীন রচনা করেছেন।
- রসুল বিজয় (শেখ চাঁদের কাব্য) - কাব্যটি মধ্যযুগীয় বাংলা কবি শেখ চাঁদ রচনা করেছেন।
- রসুল বিজয় (সৈয়দ সুলতানের কাব্য) - মধ্যযুগীয় কবি সৈয়দ সুলতান রচনা করেছেন।
- রসুল বিজয় (শাহ বারিদ খানের কাব্য) - মধ্যযুগের কবি শাহ বারিদ খান রচনা করেছেন।