রমজান বিপ্লব
রমজান বিপ্লব (৮ ফেব্রুয়ারি বিপ্লব বা ফেব্রুয়ারি ১৯৬৩ ইরাক অভ্যুত্থান বলেও পরিচিত) ছিল একটি সামরিক অভ্যুত্থান যা ১৯৬৩ সালে ইরাকে সংঘটিত হয়। বাথ পার্টির ইরাকি অংশ এই অভ্যুত্থান ঘটায়। এতে ইরাকের প্রধানমন্ত্রী আবদুল করিম কাসেম ক্ষমতাচ্যুত হন। জেনারেল আহমেদ হাসান আল বকর প্রধানমন্ত্রী ও কর্নেল আবদুল সালাম আরিফ রাষ্ট্রপতি হন। বিপ্লবী নেতা সমর্থকরা একে অভ্যুত্থান না বলে আন্দোলন বলে অবিহিত করেন।
রমজান বিপ্লব | |||||||
---|---|---|---|---|---|---|---|
স্নায়ু যুদ্ধের[তথ্যসূত্র প্রয়োজন] অংশ | |||||||
![]() আবদুল করিম কাসেমের মৃতদেহ। | |||||||
| |||||||
বিবাদমান পক্ষ | |||||||
![]() ![]() | |||||||
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী | |||||||
![]() ![]() ইরাকের প্রধানমন্ত্রী |
![]() ফিল্ড মার্শাল | ||||||
হতাহত ও ক্ষয়ক্ষতি | |||||||
৫,০০০[তথ্যসূত্র প্রয়োজন] | ৮০ | ||||||
সর্বমোট: ১,০০০ নিহত[১] |