রমজান টি-টোয়েন্টি কাপ

রমজান টি-টোয়েন্টি কাপ হল একটি পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, যা পাকিস্তানের করাচিতে ২০১৩ সালের ৬ থেকে ২৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং তা পবিত্র রমজান মাসেই হয়। রাউন্ড-রবিন গ্রুপ পর্বের মাধ্যমে এই টুর্নামেন্টে দশটি দল প্রতিদ্বন্দ্বিতা করেছিল; গ্রুপপর্ব শেষে সেমিফাইনাল এবং সবশেষে একটি ফাইনাল খেলা হয়। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিপক্ষে ফাইনাল খেলা ড্র হওয়ার পর এক ওভারের এলিমিনেটরে হাবিব ব্যাংক লিমিটেড কাপটি জিতেছিল।[১]

রমজান টি-টোয়েন্টি কাপ
তত্ত্বাবধায়কপাকিস্তান ক্রিকেট বোর্ড
ক্রিকেটের ধরনটুয়েন্টি২০
প্রতিযোগিতার ধরনরাউন্ড রবিননকআউট
আয়োজককরাচি
বিজয়ীহাবিব ব্যাংক লিমিটেড
রানার-আপপাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স
অংশগ্রহণকারী দলসংখ্যা১০
খেলার সংখ্যা২৩
সর্বাধিক রান সংগ্রহকারীমুহাম্মদ ইয়ামিন (২৩০)
সর্বাধিক উইকেটধারীসালমান সাদ (৯)

২০২৪ সালে পাকিস্তানের ক্রিকেট বোর্ড আন্তঃকলেজ রমজান টি-টুয়েন্টি কাপ নামে একটি নতুন টুর্নামেন্ট আয়োজন করে।[২]

ভেন্যু সম্পাদনা

টুর্নামেন্টটির ২৩টি ম্যাচের সবকটি জাতীয় স্টেডিয়াম, করাচিতে খেলা হয়।

শহর ভেন্যু ধারণক্ষমতা
করাচি, সিন্ধু জাতীয় স্টেডিয়াম ৩৪,২২৮
 
 
Karachi
 

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Habib Bank take title after Super Over"ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৫ 
  2. "PCB launches first-ever Inter-College Ramadan T20 Cup"www.pcb.com.pk (ইংরেজি ভাষায়)। ২০১৪-০১-১০। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৫