রবার্ট হাচিসন, মন্ট্রোজের ১ম ব্যারন হাচিসন

মেজর-জেনারেল রবার্ট হাচিসন, মন্ট্রোজের ১ম ব্যারন হাচিসন, KCMG, সিবি, DSO, পিসি (৫ সেপ্টেম্বর ১৮৭৩ - ১৩ জুন ১৯৫০), ছিলেন একজন স্কটিশ সৈনিক এবং উদার রাজনীতিবিদ।

রাজনৈতিক পেশা

সম্পাদনা

হাচিসন ১৯২২ থেকে ১৯২৩ সাল পর্যন্ত কার্কক্যাল্ডি বার্গসের জাতীয় উদার সংসদ সদস্য, ১৯২৪ থেকে ১৯৩১ সাল পর্যন্ত মন্ট্রোজ বার্গসের লিবারেল সদস্য এবং ১৯৩১ থেকে ১৯৩২ সাল পর্যন্ত সেই নির্বাচনী এলাকার জন্য লিবারেল জাতীয় সদস্য ছিলেন। তিনি ১৯২৩ সালে স্কটিশ ন্যাশনাল লিবারেল হুইপ হিসেবে, ১৯২৪ থেকে ১৯২৬ সাল পর্যন্ত একজন লিবারেল হুইপ এবং ১৯২৬ থেকে ১৯৩০ সাল পর্যন্ত চিফ লিবারেল হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৩২ সালে হাউস অফ কমন্স থেকে অবসর গ্রহণের পর, তিনি ফিফ কাউন্টির কির্কক্যাল্ডির মন্ট্রোজের ব্যারন হাচিসন হিসাবে উত্থিত হন। পরবর্তীতে তিনি স্ট্যানলি বাল্ডউইন এবং নেভিল চেম্বারলেইনের অধীনে ১৯৩৫ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত পেমাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৩৭ সালে প্রিভি কাউন্সেলর নিযুক্ত হন।[১]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "নং. 34366"দ্যা লন্ডন গেজেট (ইংরেজি ভাষায়)। ২ ফেব্রুয়ারি ১৯৩৭। 

বহিঃসংযোগ

সম্পাদনা