রবার্ট মিলিকান
মার্কিন পদার্থবিজ্ঞানী
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। |
অধ্যাপক রবার্ট অ্যান্ড্রুজ মিলিকান (১৮৬৮ - ১৯৫৩) একজন মার্কিন পদার্থবিজ্ঞানী। তিনি ইলেকট্রনের আধান নির্ণয় এবং আলোকতড়িৎ ক্রিয়া বিষয়ে গবেষণার জন্য ১৯২৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। পরবর্তীকালে তিনি মহাজাগতিক রশ্মির উপরও পরীক্ষা চালান।
রবার্ট এ. মিলিকান | |
---|---|
![]() অধ্যাপক রবার্ট অ্যান্ড্রু মিলিকান | |
জন্ম | মার্চ ২২, ১৮৬৮ মরিসন, ইলিয়নিস, যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ১৯ ডিসেম্বর ১৯৫৩ সান মারিনো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র | (বয়স ৮৫)
বাসস্থান | ![]() |
জাতীয়তা | ![]() |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞানী |
প্রতিষ্ঠান | শিকাগো বিশ্ববিদ্যালয় ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি |
প্রাক্তন ছাত্র | ওবারলিন কলেজ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় |
পিএইচডি উপদেষ্টা | মাইকেল পুপিন আলবার্ট মাইকেলসন ![]() |
পিএইচডি ছাত্ররা | উইলিয়াম পিকারিং |
পরিচিতির কারণ | ইলেকট্রনের আধান নির্ণয় এবং মহাজাগতিক রশ্মির পদার্থবিজ্ঞানের উপর উচ্চতর গবেষণা |
উল্লেখযোগ্য পুরস্কার | ![]() |
স্বাক্ষর |