রবার্ট ফোগেল

অর্থনীতিতে নোবেল পুরষ্কার বিজয়ী

রবার্ট উইলিয়াম ফোগেল একজন মার্কিন অর্থনীতিবিদ। তিনি ১৯৯৩ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।

রবার্ট ফোগেল
জন্ম(১৯২৬-০৭-০১)১ জুলাই ১৯২৬
নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যুজুন ১১, ২০১৩(2013-06-11) (বয়স ৮৬)
জাতীয়তামার্কিন
কাজের ক্ষেত্রEconomic history
Cliometrics
ঘরানা/গোষ্ঠী/ঐতিহ্যChicago School
শিক্ষায়তনStuyvesant High School
কর্নেল ইউনিভার্সিটি
কলাম্বিয়া ইউনিভার্সিটি
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়

জীবনী সম্পাদনা

ফোগেল ১৯২৬ সালের ১ জুলাই নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৮ সালে কর্নেল ইউনিভার্সিটি থেকে ইতিহাসে মেজর ও অর্থনীতিতে মাইনর সহ স্নাতক সম্পন্ন করেন। তিনি ১৯৬০ সালে কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬৩ সালে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬০ সালে রোচেস্টার বিশ্ববিদ্যালয় এ সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ১৯৬৪ সালে শিকাগো বিশ্ববিদ্যালয় এ সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ১৯৭৫ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এ অধ্যাপক পদে যোগদান করেন। [১]

সম্মানসূচক ডিগ্রি সম্পাদনা

  • A.M."(honorary),"Cambridge"University,"1975"
  • A.M."(honorary),"Harvard"University,"1976"
  • Ph.D.,"Johns"Hopkins"University,"1963"
  • D.Sc."(honorary),"University"of"Rochester,"1987"
  • Doctor"Honoris"Causa,"Universidad"de"Palermo,"1994"
  • LL.D"(honorary),"Brigham"Young"University,"1995"
  • D.Sc."(honorary),"University"of"Binghamton,"1999"
  • Laurea"Honoris"Causa,"Università"degli"Studi"di"Torino,"2000"
  • Doctor"of"Philosophy,"Honoris"Causa,"Lund"University,"2005"
  • Doctor"of"Science"(Economics),"Honoris"Causa,"University"of"London,"2009

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ১৫ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৪