রবার্ট এম গ্রে

আমেরিকান তথ্য তাত্ত্বিক

রবার্ট এম গ্রে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এর তড়িৎ প্রকৌশলের অধ্যাপক।

রবার্ট এম গ্রে
Robert M. Gray (2008)
জন্ম (1943-11-01) ১ নভেম্বর ১৯৪৩ (বয়স ৮০)
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া
পরিচিতির কারণভেক্টর কোয়ান্টাইজেশন
পুরস্কারMember of the National Academy of Engineering (2007)
Claude E. Shannon Award (2008)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রতড়িৎ প্রকৌশল
প্রতিষ্ঠানসমূহস্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
ডক্টরাল উপদেষ্টাRobert A. Scholtz
Irwin M. Jacobs
ডক্টরেট শিক্ষার্থীMichelle Effros
Sheila Hemami
David Neuhoff
Pam Cosman
Eve Riskin

গ্রে ১৯৪৩ সালের ১ নভেম্বর সান ডিয়েগোতে জন্মগরহণ করেন। এমআইটি থেকে তড়িৎ প্রকৌশলে ১৯৬৬ সালে ব্যাচেলর্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে তড়িৎ প্রকৌশলে ১৯৬৯ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬৯ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এ সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি ১৯৭৫ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৮০ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি ১৯৮০ সালে আইইইই ফেলো নির্বাচিত হন। তিনি ২০০৮ সালে ক্লদ ই শ্যানন অ্যাওয়ার্ড এবং আইইইই জ্যাক এস কিলবি সিগনাল প্রসেসিং মেডেল লাভ করেন।[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৩ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৭ 
  2. http://www-ee.stanford.edu/~gray/shortbio.html