রবার্ট এপ

মার্কিন অনুবাদক

রবার্ট চার্লস এপ (ইংরেজি: Robert Charles Epp) (জন্মঃ ১৫ই ডিসেম্বর, ১৯২৬)[১] হচ্ছেন একজন অনুবাদক যিনি জাপানি সাহিত্যকে ইংরেজিতে অনুবাদ করেছেন। অন্যদের মধ্যে তিনি সাকুতারো হাগিওয়ারা, কাওরু মারুইয়ামা এবং তাচিহারা কিচিযো'র কবিতা অনুবাদ করেছেন।

তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি এবং UCLA-এর অধ্যাপক এমেরিটাস।

কিনোশিতো ইয়ুজি-এর কবিতা ও জাপানি সাহিত্য অনুবাদের জন্য (১৯৭৯) তিনি প্রথম জাপান মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রেন্ডশিপ কমিশনের ফ্রেন্ডশিপ ফান্ড পুরস্কার যৌথভাবে অর্জন করেন। [২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. [১]
  2. "Japan-U.S. Friendship Commission Prizes for the Translation of Japanese Literature: Former Prize Winners"। keenecenter.org। ৭ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১১