রত্ন পার্ক
রত্ন পার্ক হচ্ছে কেন্দ্রীয় কাঠমান্ডুতে অবস্থিত নেপালের একটি পার্ক। এটা রাজা মহেন্দ্রর স্ত্রী রানী রত্নের নামে নামকরণ করা হয়।[১] এটা শিশুদের জন্য নির্মিত হয়েছিল এবং রত্না, রাজা মহেন্দ্রর দ্বিতীয় রাণীর স্মরণার্থে নামকরণকৃত। এটি কাঠমান্ডুর কেন্দ্রে রানী পুকুর এবং টুডিখেলের মাঝে অবস্থিত।
রত্ন পার্ক | |
---|---|
Ratna Park | |
অবস্থান | কাঠমান্ডু, নেপাল |
তথ্যসূত্র
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে রত্ন পার্ক সংক্রান্ত মিডিয়া রয়েছে।