রত্না দে

ভারতীয় রাজনীতিবিদ

রত্না দে (বিবাহের পূর্বে রত্না নাগ নামে পরিচিত ছিলেন) হলেন একজন ভারতীয় চিকিৎসক ও রাজনীতিবিদ যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজনীতির সাথে যুক্ত। তিনি দুইবার বিধায়ক ও দুইবার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

রত্না দে (নাগ)
হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ
কাজের মেয়াদ
২০০৯ – ২০১৯
পূর্বসূরীরূপচাঁদ পাল
উত্তরসূরীলকেট চট্টোপাধ্যায়
পান্ডুয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক
কাজের মেয়াদ
২০২১ – বর্তমান
পূর্বসূরীসেখ আমজাদ হোসেন
শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক
কাজের মেয়াদ
২০০১ – ২০০৮
পূর্বসূরীজ্যোতি চৌধুরী
উত্তরসূরীসুদীপ্ত রায়
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1948-09-06) ৬ সেপ্টেম্বর ১৯৪৮ (বয়স ৭৫)
শ্রীরামপুর, পশ্চিমবঙ্গ, ভারত
রাজনৈতিক দলসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস

প্রারম্ভিক জীবন ও শিক্ষা সম্পাদনা

রত্না দে ১৯৪৮ সালের ৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।[১] তার বাবার নাম গোপাল দাস নাগ ও মায়ের নাম নীলিমা নাগ। তার বাবা পশ্চিমবঙ্গ সরকারের শ্রমমন্ত্রী ছিলেন। রত্না দে আর. জি. কর মেডিকেল কলেজ ও ইন্সটিটিউট অব চাইল্ড হেলথে পড়াশোনা করেছেন।[১]

রাজনৈতিক জীবন সম্পাদনা

রত্না দে ২০০১ সালে শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে নির্বাচিত হন।[২] এরপর ২০০৬ সালে তিনি পুনরায় শ্রীরামপুর থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হন।[৩] তিনি ২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভার আইনপ্রণেতা ছিলেন।[১]

রত্না দে ২০০৯ সালে হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে নির্বাচিত হন।[৪] ২০১৪ সালে তিনি টানা দ্বিতীয়বারের মত হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে নির্বাচিত হন।[৫] তবে, ২০১৯ সালের নির্বাচনে তিনি হুগলি লোকসভা কেন্দ্র থেকে শ্রীমতী.লকেট চট্টোপাধ্যায় এর কাছে ৭৩,৩৬২ ভোটের ব্যবধানে পরাজিত হন।

ব্যক্তিগত জীবন সম্পাদনা

রত্না দে ১৯৭৭ সালের ১০ ফেব্রুয়ারি প্রবীর কুমার দের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[১] তাদের একটি কন্যাসন্তান আছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Detailed Profile: Dr. (Smt.) Ratna De(Nag)"www.india.gov.in। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)Constituency-wise Data, AC No। Election Commission। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৫ 
  3. "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)Constituency-wise Data, AC No। Election Commission। ৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৫ 
  4. "General Elections, 2009 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)West Bengal। Election Commission of India। ১১ আগস্ট ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৪ 
  5. "General Elections 2014 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)West Bengal। Election Commission of India। ২৩ নভেম্বর ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৬