যৌনশিল্প
যৌনশিল্প একটি আধুনিক শব্দবন্ধ যা পতিতাবৃত্তি, যৌন উত্তেজনামূলক প্রকাশনা ও চলচ্চিত্র, যৌনখেলনা এবং এবম্বিধ সামগ্রীর বিপণনের মাধ্যম যেমন পর্নমূলক ইন্টারনেট ওয়েসাইট ইত্যাদির সমন্বয়ে গড়ে ওঠা বাণিজ্যিক কার্যক্রমকে বোঝায়। এই শিল্পে যৌনকর্মীদের এবং যৌন অভিনেতা-অভিনেত্রীদের অবদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যৌনশিল্প পৃথিবীর অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে। দিনে দিনে যৌন শিল্পের প্রসার ঘটছে। আমেরিকার অর্থনীতিতে প্রতিবছর ১৩ বিলিয়নেরও বেশি ডলার যোগ করছে যৌনশিল্প।[১]
ব্যবসার প্রকারভেদ
সম্পাদনাপতিতাবৃত্তি
সম্পাদনাযৌনশিল্প মূলত সামরিক সেনা ছাউনির আশেপাশে বিস্তার লাভ করে বেশি। ঊনবিংশ শতকে পোর্টসমাউথ নামক ব্রিটিশ নৌ-সেনা ছাউনি কাছে একটি পতিতালয় ছিল। ১৯৯০ সালের আগ পর্যন্ত ফিলিপাইনে আমেরিকান সেনা ছাউনির নিকটে নিষিদ্ধ এলাকা অবস্থিত ছিল।
প্রকাশনা
সম্পাদনাপুস্তক প্রকাশনা
সম্পাদনাম্যাগাজিন প্রকাশনা
সম্পাদনাপোস্টার, ক্যালেণ্ডার ও অন্যান্য
সম্পাদনাপর্ন চলচ্চিত্র
সম্পাদনা১৯৭০ ও ১৯৮০ দশকের ভিডিও ক্যসেট রেকর্ডারের জনপ্রিয়তা প্রাপ্তবয়স্কদের ছবির ব্যবসাকে বাধাহীনভাবে এগিয়ে নেয়। প্রযুক্তির অগ্রগতি প্রক্ষেপকের দিন পার করে নোংরা ছবি-এর সহজপ্রাপ্যতা নিশ্চিত করেছে বিশাল মুনাফার ও উন্নতির দিকে। প্রতিবছর এভিএন পুরস্কার-এ নির্বাচিত প্রাপ্তবয়স্কদের ছবিতে সেরা উচ্চমানের ছবি ও নবাগত তারকাকে পুরস্কৃত করা হয়।
ইন্টারনেট
সম্পাদনা১৯৮০ দশকের শেষের দিকের ও ১৯৯০ সালের প্রথম দিকের ইন্টারনেটের সহজলভ্যতা পর্ণোছবির প্রচার ও প্রসার বাড়িয়েছে।
ডেউটিং সাইট
সম্পাদনাযৌনখেলনা
সম্পাদনাপ্রাপ্তবয়স্কদের সেবা দানকারী প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে। কলগার্ল, পতিতা, যৌন উত্তেজনাকর নর্তকী এবং পতিতালয়ের দালাল এরা এসব সেবা দিয়ে থাকে।
ম্যাসাাজ পার্লার, স্পা, প্রাইভেট ক্লাব ইত্যাদি
সম্পাদনাযৌন পর্যটন
সম্পাদনাযৌন পর্যটন সে দেশের যৌনশিল্পকে এগিয়ে নেয় নানাভবে। তবে অবৈধ যৌন পর্যটন তৃতীয় বিশ্বের সাধারণদেশগুলোর জন্য ভয়ঙ্কর, যেমন ক্যারিবিয়ান দেশগলো ও দক্ষিণ-পূর্ব এশিয়া। হামবূর্গ রিপারভান একটি নামকরা পতিতালয়। বৈধ যৌন পর্যটন সেদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সাহায্য করে।
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- XBIZ, Adult Entertainment Industry News & Information, provides up-to-the-minute coverage of the adult entertainment industry at XBIZ.com and in two monthly magazines - XBIZ World for the Online sector and XBIZ Premiere for DVD/Video, Toy/Novelty and Retail.
- Rose Garden Project, a website dedicated to women working in the adult entertainment industry and providing a community and life coaching services.
- Principles for Model Sex Industry Legislation ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ মে ২০০৬ তারিখে
- Sex Industry - A Guide to Occupational Health and Safety in New Zealand