যৌথ অবচেতন
যৌথ অবচেতন (ইংরেজি: Collective unconscious) বৈশ্লেষিক মনোবিজ্ঞান (analytical psychology)-এর একটি পারিভাষিক শব্দ (term), যা কার্ল য়ুঙ্ (Carl Jung) প্রচলন করেন। এটি অবচেতন মনের (unconscious mind) একটি অংশ, যা মানুষ তথা অন্যান্য স্নায়ুতন্ত্রবিশিষ্ট জীবদের মধ্যে পরিলক্ষিত হয়। য়ুঙ্ একে ব্যক্তিগত অবচেতনের (personal unconscious) থেকে আলাদা করেছেন; যেহেতু ব্যক্তিগত অবচেতনে একান্ত ব্যক্তিমনের অভিজ্ঞতাগুলির সংরক্ষণ ঘটে, যেখানে যৌথ অবচেতনে নির্দিষ্ট প্রজাতির সদস্যদের ব্যক্তিগত অভিজ্ঞতার সংকলন ও সংগঠন ঘটে।
কার্ল য়ুঙ্ এর সংজ্ঞা
সম্পাদনা- য়ুঙ্ বলেছেন,
"আমার থিসিস অনুসারে : আমাদের তাৎক্ষণিক চেতনা ছাড়াও (যা একেবারেই ব্যক্তিগত প্রকৃতি এবং যা আমাদের বিশ্বাসমতে কেবল অভিজ্ঞতালব্ধ মানসিকতা (empirical psyche)) আর এক দ্বিতীয় যৌথ, সর্বজনীন ও নৈর্ব্যক্তিক স্বভাব (collective, universal, and impersonal nature) সমন্বিত মানসিক সংগঠনের অস্তিত্ব রয়েছে, যা প্রত্যেক ব্যক্তির মধ্যে অভিন্ন। এই যৌথ অবচেতন স্বতন্ত্রভাবে বিকশিত হয় না, বরং বংশগতভাবে অর্জিত হয়। ইহা আর্কিটাইপ (archetypes) রূপী প্রাক-বর্তমান (pre-existent) কাঠামো, যা একমাত্র গৌণ চেতনা হতে পারে এবং যা কোনও এক মানসিক বস্তুকে যথাযথ আকার দেয়।" [১]
- ফ্রয়েড(Freud) যাকে বলেছেন,
"Archaic remnants - মানসিক কাঠামো যাতে ব্যক্তিজীবনের কোন কিছুর ব্যাখ্যা দেওয়া সম্ভব হয় না; বরং যা মানবমনের আদিম, সহজাত ও উত্তরাধিকারজাত কাঠামো।"
[২] য়ুঙ্ যৌথ অবচেতনকে এর সঙ্গে যুক্ত করেছেন।
তথ্যসূত্র
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাআরও জানুন
সম্পাদনা- Michael Vannoy Adams, The Mythological Unconscious (2001)
- Gallo, Ernest. "Synchronicity and the Archetypes," Skeptical Inquirer, 18 (4). Summer 1994.
- Jung, Carl. (1959). Archetypes and the Collective Unconscious.
Jung, Carl. The Development of Personality.
- Jung, Carl. (1970). "Psychic conflicts in a child.", Collected Works of C. G. Jung, 17. *Princeton University Press. 235 p. (p. 1-35).
- Whitmont, Edward C. (1969). The Symbolic Quest. Princeton University Press.
বহি: সংযোগ
সম্পাদনা- Archive for Research in Archetypal Symbolism A pictorial and written archive of mythological, ritualistic, and symbolic images from all over the world and from all epochs of human history.
- Kaleidoscope Forum Jungian Discussion Forum. All levels of discourse welcomed.
- Collective Unconscious at Carl Jung