যোগিতা বালি
ভারতীয় অভিনেত্রী
(যোগিতা বালী থেকে পুনর্নির্দেশিত)
যোগিতা বালি (জন্ম: ১৩ আগস্ট ১৯৫২) একজন প্রাক্তন ভারতীয় অভিনেত্রী, যিনি বলিউডে কাজ করতেন। তিনি ১৯৭০-এর দশকের শেষের দিকে এবং ১৯৮০-এর দশকে সক্রিয় ছিলেন।[১]
যোগিতা বালি | |
---|---|
জন্ম | ১৩ আগস্ট ১৯৫২ |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৭১–১৯৮৯ |
দাম্পত্য সঙ্গী |
|
সন্তান | ৪, মহাক্ষয় চক্রবর্তী সহ |
জীবনী
সম্পাদনাযোগিতা বালি ১৯৫২ সালের ১৩ আগস্ট জন্মগ্রহণ করেন।[২] তিনি অভিনেত্রী গীতা বালির ভাগ্নি।[৩]
তিনি ১৯৭৬ সালে কিশোর কুমারকে বিয়ে করেন। ১৯৭৮ সালে কিশোরের সাথে তার বিচ্ছেদ হয়। তারপর তিনি ১৯৭৯ সালে মিঠুন চক্রবর্তীকে বিয়ে করেন।[৪] মিঠুন ও যোগিতা দম্পতির ৪ জন ছেলে-মেয়ে রয়েছে। তিন ছেলে- মহাক্ষয়, উষ্মে, নমশি এবং এক মেয়ে দিশানি।[৫] বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী (মিমো) একজন অভিনেতা। আরেক ছেলে নমশি চক্রবর্তী ব্যাড বয় চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন।[৬]
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাবছর | চলচ্চিত্র | ভূমিকা | টীকা |
---|---|---|---|
১৯৭১ | পরওয়ানা | আশা বর্মা/নির্মলা | |
গঙ্গা তেরা পানি অমৃত | মঞ্জু | ||
মেমসাব | কিরণ | ||
মেরে আপনে | উর্মি | ||
পর্দে কে পিছে | তারা | ||
১৯৭২ | বুনিয়াদ | ||
সাজা | |||
জমিন আসমান | রুপা | ||
১৯৭৩ | নির্দোষ | রুপা | |
ঝিল কে উস পর | জুগ্নু | ||
বানারাসি বাবু | গুলাবিয়া | ||
এক মুঠি আসমান | সরলা | ||
গাদ্দার | রেশমা | ||
নফরত | কিরণ | ||
সমঝোতা | শান্নো | ||
ইয়াউওয়ান | শশি | ||
১৯৭৪ | কুওয়ারা বাপ | মহেশের স্ত্রী | বিশেষ উপস্থিতি |
আজনবি | সোনিয়া | ||
অপরাধী | |||
সৌদা | রেণু | ||
আজাদ মোহাব্বত | |||
চরিত্রহীন | |||
চৌকিদার | রাধা | ||
কিষাণ ঔর ভাগওয়ান | |||
উজালা হি উজালা | অনুরাধা | ||
১৯৭৫ | জিন্দেগি ঔর তুফান | ||
১৯৭৬ | মেহবুবা | যমুনা সিং | বিশেষ উপস্থিতি |
খান দোস্ত | শান্তি | ||
নাগিন | রিতা | ||
লাগাম | |||
সওয়া লাখ সে এক লড়ায়ুঁ | |||
রাইস | |||
১৯৭৭ | চাচা ভাতিজা | পিঙ্কি | |
ধুপ ছাওঁ | ড. মঞ্জু সিনহা | ||
১৯৭৮ | ভক্তি মেঁ শক্তি | দাম্মো | |
এক বাপ ছে বেটে | শালু | ||
কর্মযোগী | জ্যোতি/জুলিয়েট | ||
প্রেমি গঙ্গারাম | |||
১৯৭৯ | নৌকর | কাওয়ালি গায়িকা | বিশেষ উপস্থিতি |
আখরি কসম | চম্পা | ||
জানি দুশমন | ঠাকুরের বাগদত্তা | ||
জনতা হাভলদার | |||
সালাম মেমসাব | সুনিতা সারিত | ||
শাবাশ ডেডি | কমলি | ||
১৯৮০ | ওহ বেওয়াফা | রাধা | |
উনিস-বিস | আন্নু | ||
খ্বাব | মায়া | ||
প্যায়ারা দুশমন | |||
১৯৮১ | জামানে কো দিখানা হ্যায় | রাজিয়া খান | |
বিবি-ও-বিবি | রিনা | ||
বে-শাক | রুপা | ||
১৯৮২ | বাওরি | ||
১৯৮৩ | হাদসা | ||
কারাতে | আরতি | ||
১৯৮৪ | ইয়ে ইশ্ক নহীঁ আসান | ফুলরানি | |
লাইলা | মিসেস. সুনয়না ধরমরাজ সিং | ||
গ্রাহাস্থি | সুধা | ||
রাজ তিলক | নাজমা | ||
ওয়াক্ত কি পুকার | রাজার প্রেমিকা | ||
১৯৮৭ | মেরা করম মেরা ধরম | নীলা | |
১৯৮৯ | আখরি বদলা | লীনা | |
২০১৩ | এনিমি | প্রযোজক |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Goswami, Ranita (২০২৩-০৪-০৮)। "কেন অভিনয় জীবন থেকে দূরে সরে গেলেন যোগিতা বালি? খোলসা করলেন মিঠুন পুত্র নমশি"। Hindustantimes Bangla। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২১।
- ↑ "मजाक में किशोर कुमार की तीसरी पत्नी बन गईं थीं योगिता, 2 साल में तलाक देकर रचाई इस एक्टर से शादी"। Amar Ujala (হিন্দি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২১।
- ↑ "Mithun Chakraborty's wife Yogeeta Bali, son Mahaakshay face rape, cheating charges; Delhi court orders FIR"। Firstpost (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৭-০২। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২১।
- ↑ "Kishore Kumar: The singer with a magnetic aura"। The Times of India। ২০১৪-০৮-০৪। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২১।
- ↑ "Photos: Meet Mithun Chakraborty's beautiful daughter Dishani Chakraborty who wishes to become a movie star"। www.dnaindia.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২১।
- ↑ "Namashi Chakraborty says Rajkumar Santoshi was reminded of young Mithun on first meeting: 'Had no idea that I existed'"। Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৫-০১। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২১।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে যোগিতা বালি (ইংরেজি)