যশোধরা রায় চৌধুরী

যশোধরা রায় চৌধুরী (জন্ম ১৯৬৫[১]) একজন কবি, তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বাসিন্দা। তিনি বাংলা কবিতার সংকলন তৈরি করেছিলেন। তিনি কৃত্তিবাস পত্রিকা কর্তৃক ১৯৯৮ সালে কৃত্তিবাস পুরস্কারে ভূষিত হন।[২] এছাড়াও তিনি পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির অনিতা সুনীল কুমার বসু স্মৃতি পুরস্কার (২০০৬) এবং সাহিত্য সেতু পুরস্কার ২০০৭ এর প্রাপক। তিনি ফরাসি ভাষার একজন পণ্ডিত এবং শিক্ষক ত্রিনাঞ্জন চক্রবর্তীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।[৩]

শিক্ষা সম্পাদনা

যশোধরা রায় চৌধুরী ১৯৮৪ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্সি কলেজে দর্শন অধ্যয়ন করেন।[৪]

পেশা সম্পাদনা

যশোধরা রায় চৌধুরী ভারতীয় অডিট অ্যাণ্ড অ্যাকাউন্টস সার্ভিসের ১৯৯১ ব্যাচের সদস্য এবং ভারতের নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেল বিভাগে কাজ করেছেন।[৫] ২০১৯ সাল পর্যন্ত, তিনি ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, আসাম এবং ওড়িশায় কাজ করেছেন।

লেখা সম্পাদনা

যশোধরা রায় চৌধুরীর প্রথম প্রকাশিত কাজ ছিল পণ্যসংহিতা (সামস্ অন কমোডিটিজ) (১৯৯৬, কবিতা পাক্ষিক)। এর পরে তিনি লেখেন পিশাচিনীকাব্য (দ্য শি–ডেমোনিক ভার্সেস) (১৯৯৮, কবিতা পাক্ষিক)।[৬] তিনি ১৯৯৮ সালে এই লেখার জন্য সাহিত্যে "কৃত্তিবাস পুরস্কার" লাভ করেন। এটি বিচ্ছিন্নতা, বিকৃত সম্পর্ক এবং একাকীত্বকে কেন্দ্র করে প্রেমের কবিতার একটি বই।

যশোধরা রায় চৌধুরী ১৯৯৯ সালে দুটি রচনা লিখেছিলেন, চিরন্তন গল্পমালা (টাইমলেস টেলস) এবং রেডিও-বিতান (দ্য রেডিও গার্ডেন)

আবার প্রথম থেকে পড়ো (রিড এনিউ ফ্রম এ) (২০০১ আনন্দ পাবলিশার্স)[৭] লেখার বিষয়বস্তু জীবন সৃষ্টি — বিশেষ করে শিশু জন্ম — সেই সঙ্গে শৈশব ও সমাজ। মেয়েদের প্রজাতন্ত্র (দ্য রিপাবলক অফ উইমেন) (২০০৫, সপ্তর্ষি প্রকাশন)। এই বইয়ের জন্য তিনি ২০০৬ সালের পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির অনিতা-সুনীল বসু স্মৃতি পুরস্কার পেয়েছিলেন। এর আখ্যানে মহিলাদের মধ্যে সম্পর্ক অন্তর্ভুক্ত। তিনি এক গর্ভের কণ্ঠে লিখেছেন, যে নিজেকে দিদিমা এবং মায়ের গর্ভের সাথে তুলনা করে। আরেকটি বিভাগ, "ধারাবাহিক উপন্যাস" ( ধারাবাহিক উপন্যাসিকা), যেটি সময়, স্থান এবং প্রজন্মের মধ্যে নারীদের যোগাযোগের চলমান যাত্রা সম্পর্কে বলে।

তিনি ১৯৮৯ থেকে ২০০৬ সালের মধ্যে লেখা দশটি গল্প সহ "মেয়েদের কিছু একটা হয়" (২০০৭, দীপ প্রকাশন) গল্পের একটি সংকলন প্রকাশ করেন।

কবিতার একটি সংকলন, কুরুক্ষেত্র, অন-লাইন (২০০৮, সপ্তর্ষি প্রকাশন) বইটিতে সমালোচকরা তাঁর স্বাভাবিক শৈলীর স্থানান্তর দেখেছিলেন, কারণ বইটি বাংলায় সাম্প্রতিক হত্যাকাণ্ড এবং রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে নন্দীগ্রাম হত্যাকাণ্ডের সাথে সম্পর্কিত। সাম্প্রতিক প্রকাশনার মধ্যে রয়েছে 'ছায়া-শরীরিণী' (২০০৯, প্রতিভাস), তিনটি উপন্যাসের সংকলন। এটি অপ্রকৃত বাস্তবতার দ্বারা সীমাবদ্ধ চরিত্রগুলির সাথে কাজ করে, যাদের পেশাদার এবং ব্যক্তিগত জীবন সামাজিক নেটওয়ার্কিং সাইট, রিয়েলিটি টিভি এবং নিউজ শো দ্বারা তৈরি জটিল পরিচয়ের আধিক্যে নিমজ্জিত।

যশোধরা রায় চৌধুরী মূল ফরাসি ভাষারও অনুবাদক। তিনি ২০০৮ সালে সার্জ ব্রেমলির লেখা লিওনার্দো দা ভিঞ্চি অনুবাদ করেন।

গদ্যবোধি, বাংলা গদ্যের একটি সংকলন, ২০২০ সালের জানুয়ারিতে প্রকাশিত হয়েছিল। এতে কবিতার উপর নয়টি প্রবন্ধ রয়েছে। কবিতা সম্পর্কে লেখকের নিজস্ব অনুভূতি এবং এর ভিত্তি সম্পর্কিত বিভিন্ন মতবাদ এই বইটিতে বর্ণিত হয়েছে।

তিনি ২০১২ সালে লুক মন্টেইগনিয়ের লেখা কমব্যাট দে লা ভিয়ে অনুবাদ করেন। তিনি ইংরেজি থেকে রে ব্র্যাডবারির মার্টিন ক্রনিকলস অনুবাদ করেছেন। কল্পবিজ্ঞান তাঁর একটি আবেগ।

পুরস্কার ও সম্মাননা সম্পাদনা

তিনি ২০১১ সালে বর্ন পরিচয় শারদ সম্মান পেয়েছিলেন। এছাড়াও, বিনয় মজুমদার স্মারক সম্মান ২০১৬ এবং সৃষ্টিসুখ সম্মান ২০১৯ তাঁকে ভূষিত করা হয়েছে। তিনি ২০২৩ সালে সাহিত্য বিভাগে টেলিগ্রাফ শি পুরস্কারে ভূষিত হয়েছেন।[৮]

যশোধরা রায় চৌধুরী মূল ফরাসি ভাষা থেকে বাংলায় অনুবাদক। তিনি ১৯৯৮ সালে অ্যালায়েন্স ফ্রাঙ্কেস ডু ক্যালকাটা থেকে ডিপ্লোম ডি ল্যাঙ্গুয়ে ভূষিত হন।

প্রকাশনা সম্পাদনা

যশোধরা রায় চৌধুরীর প্রকাশনার সম্পূর্ণ তালিকা[৯]

কবিতা

  • ১৯৯৬ পণ্য সংহিতা
  • ১৯৯৮ পিশাচিনী কাব্য
  • ১৯৯৯ চিরন্তন গল্প মালা
  • ১৯৯৯ রেডিও বিতান
  • ২০০১ আবার প্রথম থেকে পড়ো
  • ২০০৫ মেয়েদের প্রজাতন্ত্র
  • ২০০৭ কুরুক্ষেত্র অনলাইন
  • ২০১০ ভার্চুয়াল নবীন কিশোর
  • ২০১২ কবিতা সংগ্রহ (সংগ্রহ)
  • ২০১৫ মাতৃভূমি বাম্পার
  • ২০১৬ নিঝুম গ্রন্থ
  • ২০১৭ ভাবদেহে স্বর্গীয় সঙ্গীত
  • ২০১৭ শ্রেষ্ঠ কবিতা (নির্বাচিত কবিতার সংকলন)
  • ২০২০ জ্বর পরবর্তী, সিগ্নেট

২০২২ পিরাসামুহা, বার্নিক

  • ২০২৩ অনবাদমনের কবিতা, ধানসির (সম্পাদিত কাজ)

গদ্য

  • ২০০৭ বাঞ্চিল্যাণ্ড (শিশুদের বই)
  • ২০০৭ মায়েদের কিচু একতা হয়ছে (ছোটগল্প)
  • ২০০৮ ছায়া শরীরিণী (3টি উপন্যাস)
  • ২০১৩ সলিটায়ার (ছোট গল্প)
  • ২০১৪ বিশাল ভারতীয় লঘু গল্প (ছোট গল্প)
  • ২০১৭ ইলেক্ট্রা (ছোট গল্প)
  • ২০১৮ ভালোবাসার গল্প (ছোট গল্প। সোপান পাবলিশার্স কলকাতা)
  • ২০১৯ লেডিস কম্পার্টমেন্ট (ছোট গল্প। দেজ পাবলিশার্স কলকাতা)
  • ২০২০ গদ্যবোধি (বাংলা গদ্যের সংগ্রহ। তবুও প্রয়াস প্রকাশনী)
  • ২০২১ অঙ্কিতের বুদবুদ, কল্পবিশ্ব
  • ২০২২ উর্ণনাভ, বার্নিক
  • ২০২২ খণ্ডিতর বিশ্বদর্শন, সৃষ্টিসুখ
  • ২০২৩ হারিয়ে যাওয়া গানের খাতা, গানের বই
  • ২০২৩ উড়ান অফুরান, সৃস্টিসুখ
  • ২০২৩ অসহবাস থেকে অনবদমন, কারিগর
  • ২০২১ কঙ্কাবতী কল্পবিজ্ঞান লেখেনি, কল্পবিশ্ব (নারীদের দ্বারা সাই-ফাইয়ের সহ-সম্পাদিত সংগ্রহ)

অনুবাদের কাজ

  • ২০০৮ লিওনার্দো দা ভিঞ্চি (মূল ফরাসি থেকে অনুবাদ)
  • ২০১২ রোগ ও তার প্রতিকার (মূল ফরাসি থেকে অনুবাদ)
  • ২০১১ বস্কেট ববিন বুরিন এর কবিতা (ফরাসি কবিতা থেকে অনুবাদ)

২০২২ মঙ্গল গ্রহর ডায়েরি, রে ব্র্যাডবেরি (ইংরেজি দ্য মার্টিন ক্রনিকলস থেকে)


তথ্যসূত্র সম্পাদনা

  1. "Yashodhara Ray Chaudhuri"Goethe-Institut। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৪ 
  2. "(Bengali magazine)"। krittibas। সংগ্রহের তারিখ ২০১২-০৫-২২ 
  3. "Yashodhara Ray Chaudhuri"Chair Poetry Evenings। ৫ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৪ 
  4. "YASHODHARA RAY CHAUDHURI"PeoplePill। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৪ 
  5. "Ms. Yashodhara Ray Chaudhuri"Comptroller and Auditor General of India। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৪ 
  6. "Home"kabitapakshik.50megs.com 
  7. "Ananda Publishers - Category - Poems"www.anandapub.com। ২৩ আগস্ট ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  8. "THE THIRD EYE AND OTHER POEMS— YASHODHARA RAYCHAUDHURI"theantonymmag.com। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৪ 
  9. "Complete list of publications by Yashodhara Ray Chaudhuri"Academia.edu। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৪