মৎস্য মন্ত্রক (পশ্চিমবঙ্গ)
মৎস্য মন্ত্রক হল পশ্চিমবঙ্গ সরকারের এখতিয়ারাধীন একটি মন্ত্রকীয় দপ্তর।[১]
দপ্তরের রূপরেখা | |
---|---|
যার এখতিয়ারভুক্ত | পশ্চিমবঙ্গ সরকার |
সদর দপ্তর | বেনফিশ টাওয়ার, ৮ম তলা, ৩১ জিএন ব্লক, সল্টলেক, সেক্টর ভি, কলকাতা - ৭০০০৯১ |
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী |
|
দপ্তরের নির্বাহী |
|
ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েবসাইট |
মন্ত্রকীয় দল
সম্পাদনাএই বিভাগটি প্রধানত ব্যবহৃত হয়:[২]
- সকল জলাশয়ের সর্বোত্তম ব্যবহার করে মাছের উৎপাদন বৃদ্ধি করা।
- ফসল ব্যবস্থাপনার জন্য অবকাঠামো তৈরি করা।
- বৈজ্ঞানিক পিসি-সংস্কৃতি গ্রহণের জন্য ইকো-সিস্টেম সক্ষম করার জন্য বিকাশ করা।
- ব্যাপকভাবে জেলেদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য প্রচেষ্টা করা।
- জনসাধারণের কাছে সাশ্রয়ী মূল্যে মাছের প্রাপ্যতা নিশ্চিত করা।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Official Website"। West Bengal Fisheries Department।
- ↑ "Department details-Egiye Bangla"। wb.gov.in। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০২০।