ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি

সংস্থা

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি বাংলাদেশে ক্রিয়াশীল একটি চলচ্চিত্র সংসদ। বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি[১] একটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র সংগঠন। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ২০০৬ সালের ১০ নভেম্বর প্রতিষ্ঠিত হয়।[২] চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন[৩] ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এর প্রতিষ্ঠাতা ও সভাপতি।[৪] ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির কার্যক্রম বাংলাদেশের রাজধানী ঢাকা ছাড়াও বিভাগীয় শহর সিলেট ও চট্টগ্রামে বিস্তৃত।

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি
গঠিত১০ নভেম্বর ২০০৬
প্রতিষ্ঠাতাবেলায়েত হোসেন মামুন
প্রতিষ্ঠাস্থানঢাকা, বাংলাদেশ
ধরনবেসরকারি সাংস্কৃতিক প্রতিষ্ঠান
আইনি অবস্থানিবন্ধিত
উদ্দেশ্যচলচ্চিত্র সমাজ
অবস্থান
  • আজিজ সুপার মার্কেট (প্রথম তলা) শাহবাগ, ঢাকা-১০০০
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
সভাপতি
বেলায়েত হোসেন মামুন
প্রধান অঙ্গ
কেন্দ্রীয় নির্বাহী কমিটি
অনুমোদনবাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটি
ওয়েবসাইটhttp://www.moviyanafilmsociety.org/

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি বাংলাদেশের চলচ্চিত্র সংসদসমূহের ফেডারেটিভ বডি ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) এর অন্তর্ভুক্ত এবং বাংলাদেশ সরকার প্রবর্তিত 'চলচ্চিত্র সংসদ নিবন্ধন আইন ২০১১' এর আওতায় বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডে নিবন্ধিত চলচ্চিত্র সংসদ।

কার্যক্রম সম্পাদনা

  • চলচ্চিত্র উৎসব
  • স্মারক বক্তৃতা
  • চলচ্চিত্র শিক্ষা কার্যক্রম
  • চলচ্চিত্র পাঠচক্র
  • চলচ্চিত্র পত্রিকা প্রকাশ

মুভিয়ান ফিল্ম ফিল্ম সোসাইটি ২০১২ সাল থেকে সিলেটে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব পরিচালনা করছে, যা বার্ষিকভাবে শিশু চলচ্চিত্র সোসাইটি বাংলাদেশ এবং ইউনিসেফ কর্তৃক সংগঠিত হয়। মুভিয়ান চলচ্চিত্র সোসাইটি ২০১২ সালের এপ্রিল থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সাথে ডিজিটাল চলচ্চিত্র তৈরির ছয় মাসব্যাপি একটি কর্মশালার আয়োজন করে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "আলমগীর কবিরের মৃত্যুদিনে তাঁর ছবির প্রদর্শনী"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০১-২০ 
  2. "আন্দোলনের চলচ্চিত্র নিয়ে ম্যুভিয়ানা"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০১-১৩ 
  3. "শিল্পকলায় গঠিত হচ্ছে ফিল্ম সেন্টার"প্রিয়.কম (ইংরেজি ভাষায়)। ২০২০-০৫-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-১৩ 
  4. "সিনেমার সংকট নিয়ে কাল সেমিনার"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০১-১৩