ম্যাসিডনের প্রথম ফিলিপ

প্রথম ফিলিপ (গ্রিক: Φίλιππος) ম্যাসিডন শাসনকারী আর্গিয়াদ রাজবংশের ষষ্ঠ রাজা ছিলেন।

প্রথম ফিলিপ
ম্যাসিডনের রাজা
রাজত্ব৬৪০-৬০২ খ্রিস্টপূর্বাব্দ
পূর্বসূরিপ্রথম আর্গাইওস
উত্তরসূরিপ্রথম এরোপস
বংশধরপ্রথম এরোপস
রাজবংশআর্গিয়াদ
পিতাপ্রথম আর্গাইওস
ধর্মপ্রাচীন গ্রিক ধর্ম

পরিচয় সম্পাদনা

৬৪০ খ্রিস্টপূর্বাব্দে পিতা প্রথম আর্গিয়াসের মৃত্যুর পর প্রথম ফিলিপ ম্যাসিডনের সিংহাসন লাভ করেন। এই সাহসী ও বুদ্ধিমান শাসক ৬০২ খ্রিস্টপূর্বাব্দে ইলিরিয়দের সঙ্গে যুদ্ধে নিহত হলে তার শিশুপুত্র প্রথম এরোপস পরবর্তী রাজা হিসেবে সিংহাসনে আসীন হন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Farr, Edward History of the Macedonians (Robert Carter & Brothers, New York, 1850), pg. 37
ম্যাসিডনের প্রথম ফিলিপ
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
প্রথম আর্গাইওস
ম্যাসিডনের রাজা
৬৪০-৬০২ খ্রিস্টপূর্বাব্দ
উত্তরসূরী
প্রথম এরোপস