ম্যাসিডনের প্রথম আলকেতাস
প্রথম আলকেতাস (গ্রিক: Ἀλκέτας) ম্যাসিডন শাসনকারী আর্গিয়াদ রাজবংশের অষ্টম রাজা ছিলেন।
প্রথম আলকেতাস | |
---|---|
ম্যাসিডনের রাজা | |
রাজত্ব | ৫৭৬-৫৪৭ খ্রিস্টপূর্বাব্দ |
পূর্বসূরি | প্রথম এরোপস |
উত্তরসূরি | প্রথম আমুনতাস |
বংশধর | প্রথম আমুনতাস |
রাজবংশ | আর্গিয়াদ |
পিতা | প্রথম এরোপস |
ধর্ম | প্রাচীন গ্রিক ধর্ম |
পরিচয়সম্পাদনা
৫৭৬ খ্রিস্টপূর্বাব্দে প্রথম আলকেতাস ম্যাসিডনের সিংহাসন লাভ করেন। তিনি একজন শান্ত ও নির্বিবাদী শাসক ছলেন। পূর্বপুরুষদের ন্যায় তিনি রাজ্যের সীমান্ত বৃদ্ধির জন্য অপ্রয়োজনীয় যুদ্ধ বিগ্রহে আগ্রহী ছিলেন না।[১]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ Farr, Edward History of the Macedonians (Robert Carter & Brothers, New York, 1850), pg. 38
ম্যাসিডনের প্রথম আলকেতাস
| ||
রাজত্বকাল শিরোনাম | ||
---|---|---|
পূর্বসূরী প্রথম এরোপস |
ম্যাসিডনের রাজা ৫৭৬-৫৪৭ খ্রিস্টপূর্বাব্দ |
উত্তরসূরী প্রথম আমুনতাস |