ম্যাসিডনের ক্যারানোস

ক্যারানোস (গ্রিক: Κάρανος) বা কারানুস ম্যাসিডন শাসনকারী আর্গিয়াদ রাজবংশের প্রথম রাজা ছিলেন। ঐতিহাসিক থিওপম্পাস তার গ্রন্থে আর্গিয়াদ রাজবংশের প্রতিষ্ঠাতা হিসেবে [১] ক্যারানোসের প্রথম উল্লেখ করেন।[২]

ক্যারানোস
ম্যাসিডনের রাজা
ক্যারানোসের যাত্রা
রাজত্ব৮০৮-৭৭৮ খ্রিস্টপূর্বাব্দ
উত্তরসূরিকোইনোস
বংশধরকোইনোস
রাজবংশআর্গিয়াদ
পিতাতেমেনোস
ধর্মপ্রাচীন গ্রিক ধর্ম

প্রবাদ সম্পাদনা

গ্রিক প্রবাদ অনুযায়ী, ক্যারানোস গ্রিক প্রবাদপ্রতিম বীর হেরাক্লিসের বংশধর আর্গোস রাজ্যের রাজা তেমেনোসের পুত্র ছিলেন। প্লুতার্ক ক্যারানোসের সঙ্গে হেরাক্লিসের সম্পর্ককে স্বীকার করে ক্যারানোসের বংশধর মহান আলেকজান্ডারকে হেরাক্লিসের বংশধর হিসেবে প্রতিপন্ন করার চেষ্টা করেছেন।[৩] টেমেনোসের মৃত্যুর পর আর্গোস রাজ্যের সিংহাসন নিয়ে বিবাদ উপস্থিত হলে ক্যারানোস নিজের নতুন রাজ্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে উত্তরদিকে বেড়িয়ে পড়েন। অবশেষে তিনি একটি সবুজ প্রাকৃতিক সমৃদ্ধ উপত্যকা আবিষ্কার করেন, যেখানে তিনি আইগাই (গ্রিক: Αἰγαί) নামক একটি নগরী স্থাপন করেন।

ঐতিহাসিকদের মত সম্পাদনা

জাস্টিনের মতে, ক্যারানোস বিশাল গ্রিক সৈন্য নিয়ে নতুন রাজ্য তৈরীর উদ্দেশ্যে এডেসা নামক শহরটি অধিকার করে তার রাজধানীতে পরিণত করেন।[n ১] আবার, ইউসিবিয়াস রচিত ক্রনিসিওঁ গ্রন্থে উল্লিখিত যে, নিজের রাজ্যস্থাপনে আগ্রহী ক্যারানোস যখন সেনাসংগ্রহে উদগ্রীব, মোলসোই রাজ্যের রাজা প্রতিবেশী রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে তার সাহায্য প্রার্থনা করেন। যুদ্ধে জয়ী হলে তিনি ক্যারানোসকে তার রাজত্বের অর্ধাংশ দান করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হন। যুদ্ধে তাদের জয়লাভ হন এবং ক্যারানোস প্রতিশ্রুতি মতো নতুন রাজ্য লাভ করেন, যেখানে তিনি পরবর্তী ত্রিশ বছর রাজত্ব করেন।[n ২]

পাদটীকা সম্পাদনা

  1. Caranus also came to Emathia with a large band of Greeks, being instructed by an oracle to seek a home in Macedonia. Here, following a herd of goats running from a downpour, he seized the city of Edessa, the inhabitants being taken unawares because of heavy rain and dense fog. Remembering the oracle’s command to follow the lead of goats in his quest for an empire, Caranus established the city as his capital, and thereafter he made it a solemn observance, wheresoever he took his army, to keep those same goats before his standards in order to have as leaders in his exploits the animals which he had had with him to found the kingdom. He gave the city of Edessa the name Aegae and its people the name Aegeads in memory of this service
  2. Before the first Olympiad, Caranus was moved by ambition to collect forces from the Argives and from the rest of the Peloponnese, in order to lead an army into the territory of the Macedonians. At that time the king of the Orestae was at war with his neighbours, the Eordaei, and he called on Caranus to come to his aid, promising to give him half of his territory in return, if the Orestae were successful. The king kept his promise, and Caranus took possession of the territory; he reigned there for 30 years, until he died in old age. He was succeeded by his son Coenus, who was king for 28 years

তথ্যসূত্র সম্পাদনা

  1. Peter Green, Alexander of Macedon, 356–323 B.C.: A Historical Biography, University of California Press, 2013, p.103
  2. Theopompus the Historian, Page 270 By Gordon Spencer Shrimpton আইএসবিএন ০-৭৭৩৫-০৮৩৭-৬
  3. Plutarch, Alexander, 2.1
ম্যাসিডনের ক্যারানোস
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
ম্যাসিডনের রাজা
৮০৮-৭৭৮ খ্রিস্টপূর্বাব্দ
উত্তরসূরী
কোইনোস