ম্যাট স্মিথ

ইংরেজ অভিনেতা

ম্যাথু রবার্ট স্মিথ (ইংরেজি: Matthew Robert Smith; জন্ম: ২৮ অক্টোবর ১৯৮২) একজন ইংরেজ অভিনেতা। তিনি বিবিসির ডক্টর হু (২০১০-২০১৩) ধারাবাহিকে ডক্টর, এইচবিওর হাউজ অব দ্য ড্রাগন (২০২২-বর্তমান) ধারাবাহিকে ড্যামন টারগেরিয়ান এবং নেটফ্লিক্সের দ্য ক্রাউন (২০১৬-২০১৭) ধারাবাহিকে যুবরাজ ফিলিপ চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। দ্য ক্রাউন ধারাবাহিকে তার অভিনয়ের জন্য তিনি একটি প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

ম্যাট স্মিথ
Matt Smith
২০১৫ সালের জুলাই মাসে স্মিথ
জন্ম
ম্যাথু রবার্ট স্মিথ

(1982-10-28) ২৮ অক্টোবর ১৯৮২ (বয়স ৪১)
পেশাঅভিনেতা
কর্মজীবন২০০৩-বর্তমান

স্মিথ পেশাদার ফুটবলার হতে চেয়েছিলেন, কিন্তু স্পন্ডিলোলিস তাকে খেলাধুলা থেকে বিরত থাকতে বাধ্য করে। ন্যাশনাল ইয়ুথ থিয়েটারে ভর্তি হওয়ার পর এবং ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ে নাট্যতত্ত্ব ও সৃজনশীল লেখনী নিয়ে পড়াশোনার পর তিনি ২০০৩ সালে অভিনয় শুরু করেন এবং লন্ডন থিয়েটারে মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল, ফ্রেশ কিলস, দ্য হিস্ট্রি বয়েজঅন দ্য শোর অব দ্য ওয়াইড ওয়ার্ল্ড নাটকে অভিনয় করেন। পরবর্তীকালে তিনি ওয়েস্ট এন্ড থিয়েটারে অভিনয় শুরু করেন এবং ক্রিশ্চিয়ান স্ল্যাটারের সাথে সুইমিং উইথ শার্কস এবং বিপুল সমাদৃত দ্যাট ফেস নাটকে অভিনয় করেন।

স্মিথের প্রথম টেলিভিশনে কাজ হল ২০০৬ সালে বিবিসির জন্য ফিলিপ পুলম্যানের দ্য রুবি ইন দ্য স্মোক এবং দ্য শ্যাডো ইন দ্য নর্থ টিভি চলচ্চিত্রে জিম টেইলর চরিত্র। টেলিভিশনে তার প্রথম গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ হল ২০০৭ সালে বিবিসির প্যাটি অ্যানিমেলস ধারাবাহিকে ড্যানি চরিত্র। স্মিথ ২০১০ থেকে ২০১৩ সালে বিবিসির ডক্টর হু ধারাবাহিকে ডক্টরের ১১তম পুনর্জন্মে অভিনয় করেন এবং তিনি সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে এই চরিত্রে অভিনয় করেন। তার অভিনীত চলচ্চিত্রসমূহ হল ওম্ব (২০১০), টারমিনেটর জেনিসিস (২০১৫), লাস্ট নাইট ইন সোহো (২০২১), এবং মরবিউস (২০২২)।

চলচ্চিত্রের তালিকা সম্পাদনা

চলচ্চিত্র সম্পাদনা

বছর শিরোনাম চরিত্র টীকা
২০০৮ ইন ব্রুজ তরুণ হ্যারি ওয়াটার্স অপসারণকৃত দৃশ্য
২০১০ ওম্ব টমাস
২০১৪ লস্ট রিভার বুলি
২০১৫ টারমিনেটর জেনিসিস অ্যালেক্স / স্কাইনেট / দ্য টি-৫০০০[১] ম্যাথু স্মিথ
২০১৬ প্রাইড অ্যান্ড প্রেজুডিস অ্যান্ড জম্বিস মি. পারসন উইলিয়াম কলিন্স
২০১৮ ম্যাপলথর্প রবার্ট ম্যাপলথর্প
পেশন্ট জিরো মরগান
চার্লি সেস চার্লস ম্যানসন
২০১৯ অফিশিয়াল সিক্রেটস মার্টিন ব্রাইট
২০২০ হিজ হাউজ মার্ক এসওয়ার্থ
২০২১ লাস্ট নাইট ইন সোহো জ্যাক
দ্য ফরগিভেন রিচার্ড গ্যালোওয়ে
২০২২ মরবিউস মিলো

টেলিভিশন সম্পাদনা

বছর শিরোনাম চরিত্র টীকা
২০০৬ দ্য রুবি ইন দ্য স্মোক জিম টেইলর টেলিভিশন চলচ্চিত্র
২০০৭ দ্য শ্যাডো ইন দ্য নর্থ জিম টেইলর টেলিভিশন চলচ্চিত্র
পার্টি অ্যানিমেলস ড্যানি ফস্টার প্রধান চরিত্র, ৮ পর্ব
সিক্রেট ডায়েরি অব আ কল গার্ল টিম ১ পর্ব
দ্য স্ট্রিট ইয়ান হ্যানলি ১ পর্ব
২০০৯ মোজেস জোন্স ডিএস ড্যান টুয়েন্টিম্যান মিনি ধারাবাহিক, ৩ পর্ব
২০১০-২০১৪ ডক্টর হু ইলেভেনথ ডক্টর প্রধান চরিত্র, ৪৬ পর্ব
২০১০ দ্য সারা জেন অ্যাডভঞ্চারস ইলেভেনথ ডক্টর ২ পর্ব
২০১১ ক্রিস্টোফার অ্যান্ড হিজ কাইন্ড ক্রিস্টোফার ইশারউড টেলিভিশন চলচ্চিত্র
২০১২ বার্ট অ্যান্ড ডিকি বার্ট বাশনেল টেলিভিশন চলচ্চিত্র
২০১৩ অ্যান অ্যাডভেঞ্চার ইন স্পেস অ্যান্ড টাইম ইলেভেনথ ডক্টর টেলিভিশন চলচ্চিত্র[২]
দ্য ফাইভিশ ডক্টরস রিবুট স্বয়ং টেলিভিশন চলচ্চিত্র
২০১৬-২০১৭ দ্য ক্রাউন যুবরাজ ফিলিপ, এডিনবার্গের ডিউক প্রধান চরিত্র, ২০ পর্ব
২০২১ দিস টাইম উইথ অ্যালান পারট্রিজ ড্যান মিলনার ১ পর্ব
সুপারওয়ার্ম সুপারওয়ার্ম (কণ্ঠ) অ্যানিমেটেড চলচ্চিত্র
২০২২ হাউজ অব দ্য ড্রাগন ড্যামন টারগেরিয়ান প্রধান চরিত্র

তথ্যসূত্র সম্পাদনা

  1. Lesnick, Silas (২ জুলাই ২০১৫)। "Matt Smith's Terminator Genisys Character Explained"ComingSoon.net। ৬ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২০ 
  2. জেফ্রি, মরগান (২১ নভেম্বর ২০১৩)। "'Doctor Who' biopic's surprise ending is "wonderful", says Mark Gatiss"ডিজিটাল স্পাই। ২৬ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা