ম্যাঙ্গালোর (লোকসভা কেন্দ্র)

ম্যাঙ্গালোর লোকসভা কেন্দ্রটি দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের অন্যতম লোকসভা কেন্দ্র২০০২ সালে গঠিত ভারত সীমান্ত কমিশনের সুপারিশের ভিত্তিতে ২০০৮ সালে সংসদীয় নির্বাচনী অঞ্চলসমূহের সীমানা নির্ধারণের ফলে এই নির্বাচন কেন্দ্রটির অস্তিত্ব বন্ধ হয়ে যায়।

বিধানসভা বিভাগসমূহ সম্পাদনা

সীমানা (২০০৮) এর পরে দক্ষিণ কন্নড় (লোকসভা কেন্দ্র) মঙ্গালোর লোকসভা কেন্দ্রটি প্রতিস্থাপন করে। ২০১৯ সালের হিসাবে দক্ষিণ কন্নড় (লোকসভা কেন্দ্র) নিম্নলিখিত বিধানসভা বিভাগগুলি নিয়ে গঠিত: [১]

  1. মঙ্গলোরে উত্তর
  2. মঙ্গালোর দক্ষিণ
  3. মঙ্গালোর (উল্লাল)
  4. সুলিয়া
  5. পুত্তুর
  6. বান্টওয়াল
  7. মুদাবিদ্রে
  8. বেলথঙ্গাদি

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Statistical Report on General elections, 2004 to the 14th Lok Sabha, Volume III" (পিডিএফ)। Election Commission of India website। পৃষ্ঠা 401। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১০