মোহিনী (চলচ্চিত্র)
২০১৮-এর তামিল চলচ্চিত্র
মোহিনী হল ২০১৮ সালের একটি ভারতীয় তামিল ভাষার অতিপ্রাকৃত ভৌতিক চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন রামানা মাধেশ। তৃষা এবং জ্যাকি ভগনানি এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। চলচ্চিত্রটির চিত্রগ্রহণ মূলত লন্ডনে করা হয়েছিল, ২০১৬ সালের জুনে এর নির্মাণ কাজ শুরু হয়েছিল।
মোহিনী | |
---|---|
পরিচালক | রামানা মাধেশ |
প্রযোজক | এস. লক্ষ্মণ কুমার |
রচয়িতা | রামানা মাধেশ |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | বিবেক-মারভিন (গান) আরুলদেব (ব্যাকগ্রাউন্ড স্কোর) |
চিত্রগ্রাহক | আর.বি. গুরুদেব |
সম্পাদক | দীনেশ পনরাজ |
প্রযোজনা কোম্পানি | প্রিন্স পিকচার্স মার্ভেল ওর্থ প্রোডাকশন্স |
পরিবেশক | ইরোস ইন্টারন্যাশনাল |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৩৮ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | তামিল |
চলচ্চিত্রটি ২০১৮ সালের ২৭ জুলাই মুক্তি পেয়েছিল।[১] মুক্তির পর চলচ্চিত্রটি নেতিবাচক পর্যালোচনা পায় এবং ফ্লপ ঘোষণা করা হয়।[২][৩]
অভিনয়ে
সম্পাদনা- তৃষা – মোহিনী এবং বৈষ্ণবী (দ্বৈত ভূমিকা)
- জ্যাকি ভগনানি – সন্দীপ
- মুকেশ তিওয়ারি – ভিকি (কেভিআর)
- যোগী বাবু – কটন
- পূর্ণিমা ভাগ্যরাজ – মেনকা
- রমা – মোহিনীর মা
- শ্রীরঞ্জিনী – বৈষ্ণবীর মা
- গণেশকর – গণেশ
- জাঙ্গিরি মধুমিতা – মধু
- স্বামীনাথন – বাল্কি
- সুরেশ - সন্ন্যাসী
- গায়ত্রী রেমা – অম্বুজা, কটনের বাগদত্তা
- ম্যাট টাউনসেন্ড – পুলিশ অফিসার
- দিলিয়ানা বুকলিভা – পুলিশ অফিসার
- অশ্বনী চোপড়া – রেস্তোরাঁর মালিক
- এলেনা ভালদামেরি – নিউজ রিপোর্টার
সাউন্ডট্র্যাক
সম্পাদনামোহিনী | ||||
---|---|---|---|---|
বিবেক-মারভিন কর্তৃক সাউন্ডট্র্যাক | ||||
মুক্তির তারিখ | ২৪ ডিসেম্বর ২০১৭ | |||
শব্দধারণের সময় | ২০১৬-২০১৭ | |||
ঘরানা | চলচ্চিত্রের সাউন্ডট্র্যাক | |||
দৈর্ঘ্য | ১৫:২৯ | |||
সঙ্গীত প্রকাশনী | থিংক মিউজিক ইন্ডিয়া | |||
প্রযোজক | সাউন্ডট্র্যাক | |||
বিবেক-মারভিন কালক্রম | ||||
|
সাউন্ডট্র্যাকটি থিঙ্ক মিউজিক ইন্ডিয়ার মাধ্যমে ২০১৮ সালের ১২ জানুয়ারী প্রকাশিত হয়েছিল।
সকল গানের সুরকার বিবেক-মারভিন।
ট্র্যাক তালিকায়ন | ||||
---|---|---|---|---|
নং. | শিরোনাম | গীতিকার | সঙ্গীতশিল্পী | দৈর্ঘ্য |
১. | "হেয়" |
|
| ৪:০২ |
২. | "বম্ব ফিগার বেবী" |
|
| ২:৫৮ |
৩. | "ইউটিউব লা মেলাম" | বিবেক |
| ৩:৪৯ |
৪. | "মোহিনী'র রেগ" | পা বিজয় |
| ৪:৪০ |
মোট দৈর্ঘ্য: | ১৫:২৯ |
মুক্তি
সম্পাদনাচলচ্চিত্রটির তামিলনাড়ু প্রেক্ষাগৃহ স্বত্বের মূল্য ছিল ₹৬ কোটি রুপী।[৪] চলচ্চিত্রটির স্যাটেলাইট স্বত্ব বিক্রি করা হয়েছিল জি তামিলের কাছে।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "3sha-starrer Mohini to release on July 27"। Telangana Today। ২১ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৮।
- ↑ "Mohini movie review: Trisha's horror film is a tragedy"। ২৭ জুলাই ২০১৮।
- ↑ "Mohini Movie Review {2.0/5}: Critic Review of Mohini by Times of India"।
- ↑ "ஜுங்கா, மோகினி - ஒரிஜினல் கலெக்ஷன் ரிப்போர்ட்! | #311 | Valai Pechu"। YouTube। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২১।
- ↑ "ZEE TAMIZH MAKE THE BIG ANNOUNCEMENT ON THEIR NEXT FILM!"। Behindwoods। ২৫ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে মোহিনী (ইংরেজি)