মোহাম্মদ হুসামউদ্দিন

ভারতীয় অপেশাদার মুষ্টিযোদ্ধা

মোহাম্মদ হুসামউদ্দিন(ইংরেজি: Mohammad Hussamuddin), (জন্ম ১২ ফেব্রুয়ারি ১৯৯৪) একজন ভারতীয় বক্সার। তিনি ৫৬ কিলোগ্রাম শ্রেণীতে প্রতিযোগিতা করেন।[১] তিনি দিল্লিতে প্রথম ভারত ইন্টারন্যাশনাল ওপেন বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ [২] এবং ২০১৮ সালে, কমনওয়েলথ গেমসে, একটি ব্রোঞ্জ পদক জিতেছেন।

মোহাম্মদ হুসামউদ্দিন
পরিসংখ্যান
বিবেচনা/গণ্য৫৬ কেজি (১২৩ পা)
উচ্চতা১.৬৭ মিটার (৫ ফুট + ইঞ্চি)
জাতীয়তাভারতীয়
জন্ম (1994-02-12) ১২ ফেব্রুয়ারি ১৯৯৪ (বয়স ৩০)
পদকের তথ্য
পুরুষদের অপেশাদার বক্সিং
 ভারত-এর প্রতিনিধিত্বকারী
কমনওয়েলথ গেমস
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০১্৮ গোল্ড কোস্ট ব্যান্টামওয়েট

প্রাথমিক ও ব্যক্তিগত জীবন সম্পাদনা

হুসামউদ্দিন, তেলঙ্গানার নিজামাবাদে জন্মগ্রহণ করেন, সামসামুদ্দীন তার বাবা ও ভাইয়েরা, অহেতসমুদ্দীন ও আয়েতামুদ্দীন, আন্তর্জাতিক বক্সিং ইভেন্টে ভারতের প্রতিনিধিত্ব করেন।[৩]

তথ্যসূত্র সম্পাদনা