মোহাম্মদ ফয়সাল বিপ্লব

বাংলাদেশী রাজনীতিবিদ

মোহাম্মদ ফয়সাল বিপ্লব বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও সংসদ সদস্য। তিনি ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।[১]

মোহাম্মদ ফয়সাল বিপ্লব
মুন্সিগঞ্জ-৩ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
২০২৪ – বর্তমান
পূর্বসূরীমৃণাল কান্তি দাস
সংসদীয় এলাকামুন্সিগঞ্জ-৩
ব্যক্তিগত বিবরণ
জন্ম১১ মার্চ ১৯৭১
মুন্সীগঞ্জ
জাতীয়তাবাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীচৌধুরী ফারিয়া আফরিন
পিতামাতামোহাম্মদ মহিউদ্দিন (পিতা),
বেগম ফজিলাতুন নেছা (মাতা)
পেশারাজনীতিবিদ

প্রাথমিক জীবন সম্পাদনা

মোহাম্মদ ফয়সাল বিপ্লবের জন্ম মুন্সীগঞ্জে। তার পিতা মোহাম্মদ মহিউদ্দিন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান। তিনি বঙ্গবন্ধুর সহচর ছিলেন। তার মাতার নাম বেগম ফজিলাতুন নেছা ও তার স্ত্রী চৌধুরী ফারিয়া আফরিন, বর্তমান মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র

রাজনৈতিক জীবন সম্পাদনা

মোহাম্মদ ফয়সাল বিপ্লব ১৩ অক্টোবর ১৯৮৯ সালে ঢাকা মহানগর ১৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণের মাধ্যমে রাজনীতিতে সক্রিয় অংশগ্রহন করেন। ১৯৯০ ছাত্র আন্দোলনে তিনি মোহাম্মদপুর থানা সর্বদলীয় ছাত্র ঐক্যেও নেতৃত্বে সক্রিয় অংশগ্রহণ করেন।

আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির (নানক-আজম) সদস্য ছিলেন। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির (নাছিম-পঙ্কজ) সদস্য ছিলেন। বাংলাদেশ আওয়ামী  লীগ কেন্দ্রীয় উপ কমিটির তিনবার সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২ মেয়াদে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন।

আওয়ামী লীগের মুন্সীগঞ্জ জেলা শাখার কার্যকরী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও ২ মেয়াদে তিনি মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন।

তিনি ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুন্সিগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও নৌকা মার্কার প্রার্থী মৃণাল কান্তি দাসকে হারিয়ে তিনি সংসদ সদস্য হন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. প্রতিনিধি (২০২৪-০১-০৮)। "মুন্সিগঞ্জে হেরে গেলেন মৃণাল কান্তি, তৃতীয় মাহী বি চৌধুরী"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৮