মোহাম্মদ গোলাম রাব্বানী

বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতি

মোহাম্মদ গোলাম রাব্বানী (১০ জানুয়ারি ১৯৩৭ - ১৪ নভেম্বর ২০২২) একজন বাংলাদেশী আইনজীবী এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি।[১]

বিচারপতি
মোহাম্মদ গোলাম রাব্বানী
আপিল বিভাগের বিচারপতি
কাজের মেয়াদ
১১ জানুয়ারি ২০০১ – ১০ জানুয়ারি ২০০২
হাইকোর্ট বিভাগের বিচারপতি
কাজের মেয়াদ
১৮ ফেব্রুয়ারি ১৯৯২ – ১০ জানুয়ারি ২০০১
ব্যক্তিগত বিবরণ
জন্ম১০ জানুয়ারি ১৯৩৭
রাজশাহী, বাংলাদেশ
মৃত্যু১৪ নভেম্বর ২০২২(2022-11-14) (বয়স ৮৫)
ঢাকা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
জীবিকাবিচারক

প্রাথমিক জীবন সম্পাদনা

তিনি ১৯৩৭ সালে ১০ জানুয়ারি রাজশাহীতে তার নানার বাড়িতে জন্মগ্রহণ করেন।[২]

কর্মজীবন সম্পাদনা

গোলাম রাব্বানী ১৯৯২ সালের ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন এবং ১৯৯৪ সালের ১৭ ফেব্রুয়ারি স্থায়ী হন। ২০০১ সালের ১১ জানুয়ারি তিনি আপিল বিভাগের বিচারপতি হন। তিনি ২০০২ সালের ১০ জানুয়ারি অবসর লাভ করেন।[৩] কর্মজীবনে তিনি বঙ্গবন্ধু হত্যা মামলা, ফতোয়া সংক্রান্ত মামলা, তালাক ও ভরণপোষণ সংক্রান্ত মামলাসহ বিভিন্ন বিষয়ে উল্লেখযোগ্য রায় দিয়েছেন। আইন ও সংবিধান, মুক্তিযুদ্ধ ও ইসলাম প্রভৃতি বিষয়ে তার একাধিক বই প্রকাশিত হয়েছে।[৪] বাংলাদেশে মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সহযোগিতার উদ্দেশ্যে ২০০৯ সালে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর সহজপাঠ রচনা করেন। তিনি ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ছিলেন। ২০১৭ সাল থেকে অমৃত্যু তিনি সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।[৫]

মৃত্যু সম্পাদনা

তিনি ২০২২ সালের ১৪ নভেম্বর ৮৫ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ঢাকায় মৃত্যুবরণ করেন।[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সাবেক বিচারপতি গোলাম রাব্বানীর ইন্তেকাল"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৪ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২২ 
  2. "সাবেক বিচারপতি গোলাম রাব্বানী মারা গেছেন"বাংলা ট্রিবিউন। ১৪ নভেম্বর ২০২২। ১৫ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২২ 
  3. "সাবেক বিচারপতি গোলাম রাব্বানী আর নেই"দ্য ডেইলি স্টার। ১৪ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২২ 
  4. "বিচারপতি গোলাম রাব্বানীর মৃত্যু"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৪ নভেম্বর ২০২২। ১৪ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২২ 
  5. "বিচারপতি গোলাম রাব্বানী মারা গেছেন"আজকের পত্রিকা। ১৪ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২২ 
  6. "বিচারপতি গোলাম রাব্বানী আর নেই"যুগান্তর। ১৪ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২২