মোহনপুর সরকারি কলেজ
মোহনপুর সরকারি কলেজ রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় অবস্থিত।[১] এটি ২ জানুয়ারি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। কলেজটিতে উচ্চ মাধ্যমিক ও স্নাতক শ্রেণীতে পাঠদান করা হয়।
ধরন | সরকারি কলেজ |
---|---|
স্থাপিত | ১৯৭০ |
ইআইআইএন | ১২৬৮৪১ |
অধ্যক্ষ | মোঃ মফিজ উদ্দিন কবিরাজ |
শিক্ষার্থী | ৫০০০ (প্রায়) |
ঠিকানা | রাজশাহী-নওগাঁ মহাসড়ক, মোহনপুর উপজেলা, রাজশাহী , , ৬২২০ , |
ভাষা | বাংলা |
ক্রীড়া | ফুটবল, ক্রিকেট |
ওয়েবসাইট | কলেজ ওয়েবসাইট |
ইতিহাস
সম্পাদনারাজশাহী-নওগাঁ মহাসড়কের পার্শ্বে অবস্থিত মোহনপুর সরকারি কলেজ একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান। ১৯৬৯ সালে অকান্ত পরিশ্রমের ফলস্বরুপ:১৯৭০ সালে অত্র কলেজটি প্রতিষ্ঠিত হয়। সেই সময় থেকেই জাতির মেধা, মনন ও মানবসম্পদ উন্নয়নে প্রতিষ্ঠানটি নিরস্তর ভূমিকা রেখে চলেছে।
অবস্থান
সম্পাদনাপ্রতিষ্ঠানটি মোহনপুর উপজেলা রাজশাহী-নওগাঁ মহাসড়কের পার্শ্বে অবস্থিত।[২]
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাএই কলেজে বর্তমানে উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য শাখা), স্নাতক (পাস) এবং ০৬টি বিষয়ে স্নাতক (সম্মান) শ্রেনী পর্যন্ত অধ্যয়নের ব্যবস্থা রয়েছে।
বিদ্যমান কোর্স, উচ্চমাধ্যমিক, ডিগ্রি (পাস),অনার্স ও মাস্টার্স, উচ্চমাধ্যমিকের শাখা তিনটি (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা)
পঠিত বিষয়সমূহঃ
- বাংলা , ইংরেজি, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি (আবশ্যিক)
- বিজ্ঞানঃ পদার্থ, রসায়ন, গণিত, জীববিদ্যা
- মানবিকঃ অর্থনীতি, পৌরনীতি,যুক্তিবিদ্যা, ইতিহাস, ই.ইতিহাস, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান
- ব্যবসায় শিক্ষাঃ হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ব্য. উৎপাদন বিপনণ ও ব্যবস্থাপনা , অর্থনীতি
অনার্সের সংক্ষিপ্ত বিবরণঃ ৭টি বিষয়ে অনার্স চালু আছে। (বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ব্যবস্থাপনা,হিসাববিজ্ঞান )
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Mohanpur Government College, Mohanpur, Mohanpur (2020)"। www.glunis.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১১-০৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "কলেজ"। ২৭ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |