মোস্তাফিজুর রহমান (নোয়াখালীর রাজনীতিবিদ)

বাংলাদেশী রাজনীতিবিদ

মোস্তাফিজুর রহমান বাংলাদেশের নোয়াখালী জেলার রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও নোয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য[১][২]

মোস্তাফিজুর রহমান
নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৮৬ – ১৯৯০
পূর্বসূরীরফিকুজ্জামান ভূঁইয়া
উত্তরসূরীবরকত উল্লাহ বুলু
ব্যক্তিগত বিবরণ
জন্মনোয়াখালী জেলা
মৃত্যু৩ নভেম্বর ২০১৩
রাজনৈতিক দলজাতীয় সমাজতান্ত্রিক দল
সন্তানএক পুত্র, এক কন্যা

প্রাথমিক জীবন সম্পাদনা

মোস্তাফিজুর রহমান নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক ও কর্মজীবন সম্পাদনা

মোস্তাফিজুর রহমান ১৯৬২ সালে সিরাজুল আলম খানের নেতৃত্বে গঠিত স্বাধীন বাংলা নিউকক্লয়াসের সক্রিয় সংগঠক ছিলেন। তিনি ১৯৬৯ সালে পূর্বপাকিস্তান ছাত্রলীগের প্রথমে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও পরে প্রচার সম্পাদক ছিলেন। তিনি ঊনসত্তরের গণঅভ্যুত্থানে ভুমিকা পালন করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি বৃহত্তর নোয়াখালী বিএলএফের রাজনৈতিক শাখার প্রধান ছিলেন।[৩]

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।[৪] জাসদের সহযোগী সংগঠন জাতীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও স্থায়ী কমিটির সদস্য ছিলেন তিনি।[৩]

১৯৮৬ সালের তৃতীয় ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নোয়াখালী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১][২]

মৃত্যু সম্পাদনা

মোস্তাফিজুর রহমান ৩ নভেম্বর ২০১৩ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  3. মিজানুর রহমান (৪ নভেম্বর ২০১৩)। "শ্রদ্ধা ভালোবাসায় মোস্তাফিজুর রহমানকে বিদায়"দৈনিক চলমান নোয়াখালী। সংগ্রহের তারিখ ১২ মে ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. নোয়াখালী প্রতিনিধি (৯ নভেম্বর ২০১৩)। "নোয়াখালীর সাবেক এমপি মেস্তাফিজুর রহমানের স্মরণসভা"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৯ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০২০