মোয়েকা কিজিমা

জাপানি সমলয় সাঁতারু

মোয়েকা কিজিমা (জাপানি: 木島 萌香; জন্ম: ২ সেপ্টেম্বর ১৯৯৯) হলেন একজন জাপানি সমলয় সাঁতারু, যিনি জাপানের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[]

মোয়েকা কিজিমা
ব্যক্তিগত তথ্য
জন্ম (1999-09-02) ২ সেপ্টেম্বর ১৯৯৯ (বয়স ২৫)[]
হাকুসান, জাপান
ক্রীড়া
দেশজাপান
ক্রীড়াসাঁতার
ধরনসমলয় সাঁতার

কিজিমা জাপানের হয়ে ২০২০ এবং ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

মোয়েকা কিজিমা ১৯৯৯ সালের ২রা সেপ্টেম্বর তারিখে জাপানের হাকুসানে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

খেলোয়াড়ি জীবন

সম্পাদনা

কিজিমা জাপানের প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[]

তিনি মোয়ে হিগা, উতা কোবাইয়াশি, তোমোকা সাতো, আয়ানো শিমাদা, আমি ওয়াদা, মাশিরো ইয়াসুনাগা এবং মেগুমো ইয়োশিদার সাথে জাপানের দল হিসেবে দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন;[] প্রতিযোগিতাটিতে তারা সর্বমোট ৮৮০.৬৮৪১ পয়েন্ট অর্জন করে ৫ম স্থান অধিকার করেছেন; যেখানে টেকনিকাল, ফ্রি এবং অ্যাক্রোব্যাটিক রুটিনে তারা যথাক্রমে ২৮৪.৯০১৭, ৩৪৩.০২৯১ এবং ২৫২.৭৫৩৩ পয়েন্ট পেয়েছিলেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Team – Entry List by Event" [দলগত প্রতিযোগিতা – প্রতিযোগিতা অনুযায়ী প্রবেশ তালিকা] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪ 
  2. "KIJIMA Moeka" [মোয়েকা কিজিমা]। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪ 
  3. "Team – Event Summary" [দলগত প্রতিযোগিতা – প্রতিযোগিতার সারাংশ] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা